গণঅধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)।
তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ ও খোঁজখবর নিতে আজ সোমবার (১ সেপ্টেম্বর) সকালে হাসপাতালে যান নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
বিজ্ঞাপন
সকাল পৌনে ১০টার দিকে তিনি ঢামেকের আইসিইউতে পৌঁছান। সেখানে নুরের চিকিৎসার বিষয়ে উপস্থিত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তার শারীরিক অবস্থার হালনাগাদ তথ্য নেন। কিছুক্ষণ হাসপাতালে অবস্থান করার পর তিনি চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে হাসপাতাল ত্যাগ করেন।
এমঅর/এইউ

