রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আলোচনা ফলপ্রসূ হয়েছে, নির্বাচন ফেব্রুয়ারিতেই: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৫, ০৯:৪৪ পিএম

শেয়ার করুন:

আলোচনা ফলপ্রসূ হয়েছে, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে: মির্জা ফখরুল
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ব্রিফ করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে। নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, বিলম্ব হওয়ার সুযোগ নেই।

রোববার (৩১ আগস্ট) রাত ৯টায় প্রধান উপদেষ্টার আমন্ত্রণে তার সরকারি বাসভবন যমুনায় বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি ।


বিজ্ঞাপন


মির্জা ফখরুল বলেন, দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা যথাসময়ে নির্বাচন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হয়নি। তবে প্রধান উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে।’

বিএনপি মহাসচিব আরও জানান, বৈঠকে বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, গণআন্দোলনের সময় নিহতদের পরিবারকে পুনর্বাসন ও গুম-খুনের বিচারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে উপস্থিত দলের অন্য সদস্যরা হলেন– স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।


বিজ্ঞাপন


এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর