বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নুরের জন্য দোয়ার আয়োজন করবে জাপা: মহাসচিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৫, ০৭:২৫ পিএম

শেয়ার করুন:

নুরের জন্য দোয়ার আয়োজন করবে জাপা: মহাসচিব

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সুস্থতায় পার্টি অফিসে দোয়ার আয়োজন করা হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।

শনিবার (৩০ আগস্ট) রাজধানীর কাকরাইলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে জাপা মহাসচিব এ মন্তব্য করেন।


বিজ্ঞাপন


শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘আমরা নামাজ পড়ে দোয়া করব গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর যেন সুস্থ হয়ে ওঠেন। জাতীয় পার্টি কোনো দল বা কারো দালালি করে না, বাংলাদেশের দালালি করে। জাতীয় পার্টিকে দোসর বানানোর রাজনীতিতে গণতন্ত্র হোঁচট খাচ্ছে।’

শুক্রবার (২৯ আগস্ট) রাতে রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী লাঠিচার্জ করে। এতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদসহ চার নেতাকর্মী আহত হন। এর পর থেকে নুর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ক.ম/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর