নূরকে দেখতে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে ছুটে গেছেন ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম) এর চেয়ারম্যান ববি হাজ্জাজ ও মহানগর দক্ষিণ এর আমির নূরুল ইসলাম বুলবুল। এসময় তারা নূরের ওপর হামলার ঘটনায় জড়িত সকলকে বিচারের কাঠগড়ায় আনার দাবি জানান।
শুক্রবার (২৯ জুলাই) নূরুল হক নূরের ওপর হামলার ঘটনার পর রাত সাড়ে ১০ টায় হাসপাতালে ছুটে আসেন তারা।
বিজ্ঞাপন
ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম) এর চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, হাসিনা সরকারের পতন ঘটিয়ে এমন একটি সরকার এনে আমাদের ওপর হামলা হবে এমনটি প্রত্যাশিত নয়। এটি অত্যন্ত ন্যাক্কারজনক এবং নিন্দনীয় ঘটনা। সরকারকে এ হামলার জবাব দিতে হবে। আমরা ফ্যসিবাদের জন্য ত্যাগ স্বীকার করেছি। ফ্যাসিবাদ চলে যাওয়ার পর এখন কেন আমাদের ওপর আবার ফ্যাসিবাদী হামলা হবে এটা গ্রহণযোগ্য নয়। সরকারি বাহিনীকে সরকার নির্দেশ দেয়। আজকের ঘটনায় সরকার বাহিনীকে কী নির্দেশ দিয়েছে এটা আমাদের জানতে হবে।
ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল এই হামলায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে তাদের শাস্তি দাবি করেন।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, এই হামলার ব্যাপারে সকল রাজনৈতিক দলগুলোকে সোচ্চার হতে হবে, প্রতিবাদ করতে হবে। সরকার পুলিশ এবং সেনাবাহিনীকে দিয়ে কেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা করল; তার জবাব দিতে হবে।
একেএস/এমআইকে/এফএ

