কার্যালয়ের ভেতরে সংবাদ সম্মেলন চলাকালে তাদের ওপর কেন হামলা করা হলো সেই প্রশ্ন তুলেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। পুলিশ ও সেনাবাহিনী এই হামলা চালায় বলে তার অভিযোগ।
এর আগে শুক্রবার (২৯ আগস্ট) রাতে কাকরাইলে জাতীয় পার্টির অফিস ভাঙচুর করতে গিয়ে আহত হন দলটির নেতাকর্মীরা। তাদেরকে ইসলামী ব্যাংক হাসপাতালে দেখতে যান তিনি। এসময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশেদ এ প্রশ্ন করেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘পুলিশের দায়িত্ব আমাদের নিরাপত্তা দেওয়া, ফ্যাসিবাদকে নয়।’
রাশেদ আক্ষেপ করে বলেন, ‘পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা কি আমাদের চেনে না! আমরা প্রেস ব্রিফিং করছি তারা কি দেখছে না! সেখানে আমরা কিন্তু পরিস্থিতি কন্ট্রোল করার চেষ্টা করেছি, আমরা সেখানে দাঁড়িয়েছিলাম। তারপরও সেনাবাহিনী ও পুলিশ এসে আমাদের হামলা করল।’
তিনি বলেন, ‘যদি সেনাবাহিনী মনে করতো আমাদের নিরাপত্তা দিতে হবে, তাহলে জাতীয় পার্টির অফিসের সামনে দাঁড়িয়ে থাকতো না। আমরা তো আওয়ামী লীগের পাটি অফিসে হামলা করিনি।’
রাশেদ আরও বলেন, ‘আমরা তো চাই এ রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল থাকুক। আমাদের ওপর কেন এভাবে হামলা করা হলো, তাও আবার প্রেস ব্রিফিং চলাকালে।’
বিজ্ঞাপন
এমআইকে/এএইচ

