রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পিআর নির্বাচনের দাবিকে ‘মামাবাড়ির আবদার’ বললেন রিজভী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৫, ০৯:৪৪ পিএম

শেয়ার করুন:

Rizvi
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি- সংগৃহীত।

আগামী সংসদ নির্বাচন যেসব দল পিআর পদ্ধতিতে চাচ্ছেন, তাদের সেই দাবিকে ‘মামাবাড়ির আবদার’ বলে অভিহিত করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বললেন, ‘পিআর নিয়ে সাধারণ মানুষের কোনো আগ্রহ নেই।’ 

বুধবার (২৭ আগস্ট) জামালপুরের দেওয়ানগঞ্জ গার্লস হাই স্কুল মাঠে আর্থিক সহায়তার চেক ও অটোরিকশার চাবি তুলে দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


রিজভী দাবি করেন, ‘রমজানের আগেই জাতীয় নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জামালপুর জেলার ’২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের মাঝে চিকিৎসা সহায়তা ও অটোরিকশা প্রদান করে ‘আমরা বিএনপি পরিবার’।

রিজভী বলেন, ‘বিএনপির সাড়ে চারশো’র বেশি নেতাকর্মী জুলাই আন্দোলনে নিহত হয়েছে। অথচ দুই-একটি দল মনে করে সব তারাই করেছে।’

তিনি বলেন, ‘হাসিনা নির্বাচন দিতে চায়নি, আপনারাও চান না— এটি তো শেখ হাসিনারই সুর। শর্ত দিয়ে নির্বাচনে যাবেন কি যাবেন না- এমন বক্তব্যে প্রকৃত গণতন্ত্র হবে না, এতে উগ্রপন্থা আবার ফিরবে।’

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘বিদেশে বসে শেখ হাসিনা লুট করা টাকা দিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। নানা ধরনের ষড়যন্ত্র করছে ‘

সরকারের উদ্দেশে রিজভী আরও বলেন, ‘মানুষ বেকার হচ্ছে, দরিদ্র ও অতিদরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে। আমরা যত সহযোগিতাই করি না কেন, দরিদ্র ও অতিদরিদ্র মানুষের সংখ্যা বাড়লে মানুষ মুখ ফিরিয়ে নেবে।’

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর