রাজধানীর গুলিস্তান এলাকায় ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের কর্মীরা। মিছিল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।
রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন মতিঝিল জোনের এসি মিজানুর রহমান।
বিজ্ঞাপন
পুলিশ কর্মকর্তা ঢাকা মেইলকে বলেন, হকি স্টেডিয়ামের সামনে থেকে তারা মিছিল বের করেছিল সাধারণ মানুষের বেশে। প্রথমে তারা স্বাভাবিক স্লোগান দিচ্ছিল, একপর্যায়ে জয় বাংলা বলে ওঠে। এরপর সেখানে থাকা পুলিশ বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে।
মিজানুর রহমান বলেন, আমাদের কাছে গোয়েন্দা তথ্য থাকে, কিন্তু আজ হঠাৎ তারা সাধারণ মানুষের বেশে মিছিল শুরু করায় প্রথম দিকে আইনশৃঙ্খলা বাহিনী কিছু বুঝে উঠতে পারেনি। তবে তিনজন আটক আছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তারা ছাত্রলীগ নাকি আওয়ামী যুবলীগ নাকি আওয়ামী লীগের কর্মী তা এখন পর্যন্ত জানা যায়নি।
জানা গেছে, সোমবার বিকেলে গুলিস্তান এলাকা থেকে শতাধিক লোকজন একটি ঝটিকা মিছিল বের করে। তবে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা প্রচার করছে, তারা পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে এই মিছিল করেছেন।
এমআইকে/জেবি

