রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নির্বাচনের আগে সংবিধান সংশোধনের দাবি আখতারের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ আগস্ট ২০২৫, ১১:০৫ পিএম

শেয়ার করুন:

নির্বাচনের আগে সংবিধান সংশোধনের দাবি আখতারের
আখতার হোসেন। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেন, ‘আমরা চাই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধন করে তারপর জাতীয় নির্বাচন। কিন্তু অনেকেই শুধু জাতীয় সংসদ নির্বাচন চায়।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে গণসংযোগকালে তিনি এ দাবি জানান। 


বিজ্ঞাপন


আখতার হোসেন  বলেন, সরকারকে একটি সিদ্ধান্তে আসতেই হবে, যাতে সঠিক সময়ে গণপরিষদ নির্বাচনের আয়োজন সম্ভব হয়।

তিনি আরও বলেন, ‘যেকোনো সমাজে জনগণের আকাঙ্ক্ষার পরিবর্তন ঘটলে এবং নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাব হলে সেখানে গণপরিষদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বাংলাদেশে নতুন সংবিধানের বাস্তবতা তৈরি হয়েছে, এজন্য আমরা অনেক আগেই নতুন সংবিধান বাস্তবায়নের দাবি তুলেছি। সরকার যদি গণপরিষদ নির্বাচনের আয়োজন করে আমরা সেটিকে স্বাগত জানাব।

এনসিপি নেতা বলেন, ‘সংবিধান, বিচার বিভাগ, প্রশাসন—প্রত্যেকটি জায়গায় সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে। এসব দাবির পক্ষে জনমত প্রতিষ্ঠা করতেই এনসিপি মাঠে কাজ করছে। অল্প সময়েই আমরা দেশব্যাপী বিস্তৃতি লাভ করতে সক্ষম হয়েছি।

এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর