রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পিআর পদ্ধতি কোনোভাবেই মেনে নেব না: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৫, ০৭:৪৪ পিএম

শেয়ার করুন:

পিআর পদ্ধতি কোনোভাবেই মেনে নেব না: মির্জা ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বিএনপি পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় চিকিৎসা শেষে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এই কথা জানানা।


বিজ্ঞাপন


এ সময় মির্জা ফখরুল আরও বলেন, আমরা পরিষ্কার করেই বলেছি— পিআর পদ্ধতি কোনোভাবেই মেনে নেব না। কারণ, পিআর পদ্ধতিতে এদেশের মানুষ অভ্যস্ত না, তারা বুঝেও না। এর আগে কতদিন চেষ্টা করে ইভিএম বাদ দিতে হয়েছে। 

বিএনপি মহাসচিব বলেন, আমার সরাসরি যে গণতান্ত্রিক অধিকার সে অধিকার তো বুঝে নিতে হয়। পিআর পদ্ধতিতে জনগণের যে অধিকার সেটার পুরোপুরি প্রয়োগ হবে না। সে জানেও না, ‍বুঝবেও কাকে ভোট দিচ্ছে। সুতরাং এটা গ্রহণযোগ্য না। 

সংস্কার নিয়ে তিনি বলেন, সেগুলো তাদের ব্যাপার। বাংলাদেশে বর্তমানে যে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট আছে, সেখান থেকে উদ্ধারের একমাত্র পথ হচ্ছে নির্বাচন। এবং সেটা একটা অবাধ, সুষ্ঠু নির্বাচন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, একটা সুষ্ঠু ছাত্র সংসদ নির্বাচন সবার কাম্য। তবে এটা ছাত্রদের ব্যাপার, তারাই ভালো বুঝবে। 


বিজ্ঞাপন


রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই। দেশের মানুষ নির্বাচন চায়, সংকট নিরসনের একমাত্র পথ দ্রুত নির্বাচন।

এর আগে গত ১৩ আগস্ট চোখের অপারেশন পরবর্তী ফলোআপের জন্য সস্ত্রীক থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওইদিন থাই এয়ারওয়েজের একটি বিমানে ঢাকা ছাড়েন এই দম্পতি।

বিইউ/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর