শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন বিএনপি নেতা হাবিব  

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ আগস্ট ২০২৫, ০৮:৫২ পিএম

শেয়ার করুন:

ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন বিএনপি নেতা হাবিব  
হাবিবুর রহমান হাবিব। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব টাকাসহ গ্রেপ্তার হয়েছেন এমন একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকে শেয়ার করে নানা ধরনের মন্তব্যও করছেন। তবে এই ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা দাবি করে তিনি জামায়াত-শিবিরকে দায়ী করছেন। 

সোমবার (১১ আগস্ট) নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি এমনটা জানিয়েছেন। হাবিবুর রহমান হাবিব বলেছেন, একটা দলের বট বাহিনী যখন প্রচার করল আমার বাসা থেকে বস্তা ভরে টাকা উদ্ধার করে আমাকে গ্রেফতার করেছে র‍্যাব, তখন আমি আসলে আমার নির্বাচনী এলাকায় অসহায় মানুষের মধ্যে ভ্যান বিতরণ করছিলাম। আমাকে যারা ব্যক্তিগতভাবে চেনে তারা এখনো জানে আমি লিফট ছাড়া ভাড়া বাসায় থাকি ঢাকাতে। 


বিজ্ঞাপন


তিনি বলেন, বেশি কিছু বলব না আপনারা নিজেদেরকে নিজেরাই মোনাফেক সংগঠন হিসেবে তুলে ধরতেছেন আমাদের কিছুই বলা লাগছে না। আল্লাহ্ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। 

এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব ঢাকা মেইলকে বলেন, আমি কিছুদিন আগে পাবনায় আমাদের কর্মীদের ধানের শীষে ভোট দেয়ার বিষয় নিয়ে কথা বলেছি। সেটাকে ভিন্নভাবে উপস্থাপন করে প্রচার করা হচ্ছে। তারাই এই মিথ্যা ভিডিও ছড়িয়ে দিচ্ছে।’

বিইউ/এআর 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর