রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঢাবি ছাত্রদলে পদ পেলেন খালেদা জিয়াকে ‘বিদ্রুপকারী’ ছাত্রলীগকর্মী!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৫, ০৭:৫১ পিএম

শেয়ার করুন:

Razu
ছবিতে রাজু শেখের সেই ফেসবুক পোস্টটি। ডান পাশে গোল বৃত্তের ভেতর রাজু শেখ।

ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী। গণঅভ্যুত্থানের আগে ছাত্র সংগঠনটির পদপ্রত্যাশীও ছিলেন। এখানেই শেষ নয়, বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে নিয়ে ফেসবুকে করেছিলেন বিদ্রুপ। রাজু শেখ নামে এমন একজনই এখন ছাত্রদলের কমিটিতে!

শুক্রবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৮টি হলের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল। তার মধ্যে জিয়া হল কমিটির যুগ্ম-আহ্বায়কের পদ পেয়েছেন রাজু শেখ। এরপরই ছড়িয়ে পড়েছে খালেদা জিয়াকে ‘বিদ্রুপ’ করে তার দেওয়া সেই ফেসবুক পোস্টটি, যা নিয়ে শুরু হয়েছে সমালোচনা।   


বিজ্ঞাপন


কী ছিল রাজুর সেই ফেসবুক পোস্ট?

পোস্টটির স্ক্রিনশটে দেখা যায়, গত বছরের ৩ আগস্ট সাথী ফেরদাউস নামের এক নারী খালেদা জিয়ার একটি ব্যঙ্গাত্মক কার্টুন পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘রেডি হয়ে লাভ নাই। আপনাকেও চাই না।’ ওই পোস্টটি নিজের ফেসবুক পেইজে শেয়ার করে রাজু শেখ ক্যাপশনে লেখেন, ‘মানুষ এতো বলদ না।’

অর্থাৎ, পোস্টটি শেয়ার করে এবং তার দেওয়া ক্যাপশনের মাধ্যমে সাথী ফেরদাউস নামে ওই নারীর সঙ্গে একমত পোষণ করেন। যার অর্থ, তিনিও খালেদা জিয়াকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে চান না। সঙ্গে ব্যাঙ্গাত্মক কার্টুন তো আছেই।

যদিও রাজু শেখের দাবি, যে আইডি থেকে পোস্টটি করা হয়েছিল, সেটি ভুয়া। কেউ তার নাম এবং ছবি ব্যবহার করে সেটি খুলেছিল। ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার প্রসঙ্গ তুললে সেটিও তিনি অস্বীকার করেন।     


বিজ্ঞাপন


এ বিষয়ে ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘নতুন কমিটিতে কেউ যদি অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকেন, অথবা সদস্য ফরম ও কমিটি গঠন প্রক্রিয়ায় তথ্য গোপন করেন, তবে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে শুক্রবার ঢাবির ১৮ হলের আহ্বায়ক কমিটির অনুমোদন করেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন। এ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর