‘নতুন বাংলাদেশের’ ইশতেহার ঘোষণার জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমাবেশ শুরু হওয়ার কথা বিকাল ৪টায়। তবে আজ রোববার (৩ আগস্ট) বিকেল পৌনে ৪টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে খুব বেশি জমায়েত দেখা যায়নি। এছাড়া দলের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ কাউকে এখনো সমাবেশস্থলে দেখা যায়নি।
সরেজমিনে দেখা যায়, শহীদ মিনার প্রাঙ্গণের এক তৃতীয়াংশ জায়গা ফাঁকা রয়েছে। কয়েকটি জেলা থেকে নেতাকর্মীরা এসেছেন। ঢাকা মহানগরীর বিভিন্ন ওয়ার্ড পর্যায় থেকেও সেভাবে কোনো নেতাকর্মীর ব্যানার দেখা যায়নি। মঞ্চেও কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ কাউকে দেখা যায়নি।
বিজ্ঞাপন
এনসিপি সূত্রে জানা গেছে, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও এক দফার ঘোষক নাহিদ ইসলাম নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবেন। নতুন বাংলাদেশ কেমন হবে তার রূপরেখা তুলে ধরে ২৪টি পয়েন্ট বা ইশতেহার ঘোষণা করা হবে। এতে পররাষ্ট্রনীতি, খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতির পলিসি, কীভাবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে, প্রবাসীদের নিয়ে দলটির পরিকল্পনা, নগরায়ন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স— এই সবকিছু নিয়ে দলটির পরিকল্পনা ইশতেহারে তুলে ধরা হবে।
এনসিপির একজন সিনিয়র যুগ্ম সংগঠক বলেন, আমাদের সমাবেশের সময় ৪টায় দেওয়া রয়েছে। তবে বৈরী আবহাওয়ার কারণে কিছুটা দেরি হবে। যতটা দ্রুত সম্ভব আমরা সমাবেশ শুরু করবো। এখনো দেশের বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা আসতে পারেনি। তবে ঢাকার আশেপাশের বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা আসছে।
এএসএল/ইএসএস/কেএম
