শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জুলাই সনদ বাস্তবায়নে প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি: সালাহউদ্দিন 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশিত: ০১ আগস্ট ২০২৫, ০৮:২৭ পিএম

শেয়ার করুন:

Sala
চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসায় সালাউদ্দিন আহমেদ ও নজরুল ইসলাম খান।

ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকার ও প্রতিশ্রুতি চেয়েছিল জানিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘এটা বাস্তবায়নের জন্য সংবিধান, আইন ও বিধিবিধানের যেসব সংশোধনী প্রয়োজন হবে, সেগুলো আমরা করব বলে প্রতিশ্রুতি দিয়েছি।’

শুক্রবার (১ আগস্ট) দুপুরে চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসায় হেফাজতে ইসলামের প্রয়াত শীর্ষ নেতাদের কবর জিয়ারত ও মাদরাসার মহাপরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।


বিজ্ঞাপন


এর আগে সকালে মাদরাসা পরিদর্শন ও কবর জিয়ারতে অংশ নেন সালাহউদ্দিন আহমেদ ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনসহ দলীয় নেতারা।

Sala2

কবর জিয়ারত ও মতবিনিময় শেষে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা আজ হুজুরদের কবর জিয়ারত করেছি এবং বর্তমান নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছি। ২০১৩ সালে শাপলা চত্বরের আন্দোলনের নেতাদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। আলোচনা হয়েছে আলোচিত জুলাই সনদ নিয়েও।’

তিনি জানান, ‘জুলাই সনদের খসড়া জাতীয় ঐকমত্য কমিশন থেকে সব রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছিল। যেসব সুপারিশ ঐকমত্যের ভিত্তিতে সবাই গ্রহণ করেছে, সেগুলো উল্লেখ করে সনদ চূড়ান্ত হবে। সনদে যেসব সুপারিশ থাকবে সেগুলো দুই বছরের মধ্যে বাস্তবায়ন করবে বলে সব রাজনৈতিক দল প্রতিশ্রুতি দিয়েছে।’


বিজ্ঞাপন


সালাহউদ্দিন বলেন, ‘জুলাই সনদের ৮২৬টি প্রস্তাবনার মধ্যে ৫১টি বাদে বাকি সবগুলোতেই আমরা একমত হয়েছি। ১১৫টি প্রস্তাবে আমাদের ভিন্নমত রয়েছে, যেগুলো আমরা উপস্থাপন করেছি। বাস্তবায়নের ব্যাপারে আমরা আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি।’

পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে জানতে চাইলে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে এখনো কোনো সুস্পষ্ট ঘোষণা পাইনি। পেলে তারপর আমরা মতামত জানাব।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘দেশ থেকে ফ্যাসিবাদ বিতাড়িত হলেও গণতন্ত্র এখনো পূর্ণতা পায়নি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে কাজ করেছেন, আমরাও সেই নীতির ধারাবাহিকতায় বিশ্বাসী। বিএনপিই সবচেয়ে বেশি মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছে, তবু আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণের পাশে থাকব।’

sala3

তিনি বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে কোনো বাধা দেখছি না। ফেব্রুয়ারিতে নির্বাচন না-ও হতে পারে, এমন কোনো দুশ্চিন্তায় বিএনপি নেই। আমরা অপেক্ষা করছি, সরকার এ ব্যাপারে শিগগিরই তাদের সুস্পষ্ট বক্তব্য দেবে এবং নির্বাচন কমিশনকে সে অনুযায়ী পরামর্শ দেবে।’  

হাটহাজারী মাদরাসায় আসা প্রসঙ্গে নজরুল ইসলাম বলেন, ‘চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে যারা যুক্ত ছিলেন, আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই। ২০১৩ সালে শাপলা চত্বরে যে মর্মান্তিক ঘটনা, যে হত্যাযজ্ঞ, তার শিকার যারা হেফাজতে ইসলাম, তার মূল নেতৃত্ব এখানেই। যারা মূল নেতৃত্ব দিয়েছিলেন, মওলানা আহমদ শফী সাহেব এবং মওলানা জুনায়েদ বাবুনগরী সাহেব, তাদের কবর জিয়ারত করে আত্মার মাগফেরাত কামনা করেছি। এখন যারা দায়িত্বশীল আছেন এই মাদরাসার, তাদের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে তাদের যে অবদান সেটা আমরা স্বীকার করি।’

তিনি বলেন, ‘আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি সবার মতামত নিয়ে মানুষের কল্যাণে কাজ করতে চায়। আমরা আজ মুরব্বিদের (হেফাজত নেতা) বললাম, শহিদ জিয়া সবাইকে নিয়ে কাজ করতেন। বেগম খালেদা জিয়াও সবাইকে নিয়ে কাজ করতেন, একা না, জোটবদ্ধভাবে। আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আল্লাহতালা যদি আমাদের দেন, তাহলে আমাদেরও সবার পরামর্শের প্রয়োজন হবে, সবার সহযোগিতার প্রয়োজন হবে।’

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর