রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাম এবং রামপন্থার বিরুদ্ধে দক্ষিণপন্থার আবির্ভাব: বুলবুল

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১ আগস্ট ২০২৫, ০৫:৩৪ পিএম

শেয়ার করুন:

Bul
বাংলাদেশ জামায়াতে ইসলামীর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল।

বাম এবং রামপন্থার বিরুদ্ধে দক্ষিণপন্থার আবির্ভাব হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল।

শুক্রবার (১ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। 


বিজ্ঞাপন


বুলবুল বলেন, ‘দক্ষিণপন্থা নতুন করে আসেনি। জুলাই-আগস্ট আন্দোলই হচ্ছে, বাম এবং রামপন্থার বিরুদ্ধে দক্ষিণপন্থার আবির্ভাব। আগামীর বাংলাদেশে সেভাবেই বিনির্মাণ করা হবে।’ 

তিনি বলেন, ‘জুলাই আন্দোলনের ভিত্তি হচ্ছে, দক্ষিণপন্থার আদর্শিক ভিত্তি। আগামী দিনের বাংলাদেশ দক্ষিণপন্থার আর্বিভাব শুধু নয় প্রতিষ্ঠা লাভ করবে, ইনশাআল্লাহ। আমরা সেভাবেই নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা পালন করব।’

এমআইকে/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর