রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নতুন করে পুরাতন ট্যাগ লাগানোর রাজনীতি আবার শুরু হয়েছে: আযাদ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১ আগস্ট ২০২৫, ০৪:৩১ পিএম

শেয়ার করুন:

Azad
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। 

নতুন করে পুরাতন ট্যাগ লাগানোর সেই রাজনীতি আবার শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। 

তিনি বলেন, ‘একটি বড় ষড়যন্ত্র হিসেবে ট্যাগ লাগানো হয়। এসব তকমা, ট্যাগ কারা লাগায়, যারা বুদ্ধি দিয়ে যুক্তি দিয়ে তার প্রতিপক্ষকে মোকাবিলা করতে পারে না।’


বিজ্ঞাপন


শুক্রবার (১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

ট্যাগ লাগানো নিয়ে আযাদ আরও বলেন, ‘এ দেশে এক সময় স্বাধীনতার বিরোধিতার ট্যাগ লাগানো হয়েছিল, তার পরে জঙ্গিবাদের ট্যাগ লাগানো হয়েছে। এখন নতুন নতুন ট্যাগ লাগানোর সুর শোনা যাচ্ছে।’

আওয়ামী লীগের ক্ষমতাচ্যুতির বিষয়ে সতর্ক করে জামায়াত নেতা বলেন, ‘যে অপশক্তি ট্যাগের সূচনা করেছিল, তাদের যে করুণ পরিনতি হয়েছে, সেই পথে যদি আবার কেউ হাঁটে, জনগণ তার দাঁত ভাঙা জবাব দেবে।’

সংস্কার বাস্তবায়ন না হলে জুলাই বিপ্লবীদের রক্তের সঙ্গে বেঈমানি হবে বলে মন্তব্য করে আযাদ বলেন, ‘এটি বাস্তবায়ন করতে হলে আইনি ভিত্তি লাগবে।’


বিজ্ঞাপন


তিনি বলেন, ‘১৯৭০ সালের নির্বাচন হয়েছিল ইয়াহিয়া খানের এলএফও লিগ্যাল ফ্রেমওয়ার্কর মাধ্যমে, যার ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে, গণপরিষদে সংবিধান রচিত হয়েছে। যার ভিত্তিতে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল।’

সেমিনারে জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমানের সভাপতিত্বে দলটির কেন্দ্রীয় নেতারা ছাড়াও জুলাই আন্দোলনে আহত ও নিহত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এমআইকে/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর