রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জামায়াত আমিরকে হাসপাতালে দেখতে গেলেন নাহিদ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৫, ১০:৪৫ পিএম

শেয়ার করুন:

Nahid
জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে নাহিদ ইসলাম। ছবি- ঢাকা মেইল

বাইপাস সার্জারির জন্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে গেলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় তিনি হাসপাতালে গিয়ে আমিরের কেবিনে তার সঙ্গে কিছু সময় কাটান। এ সময় নাহিদের সঙ্গে ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।


বিজ্ঞাপন


জামায়াত আমিরের ব্যক্তিগত সহকারী (পিএস) মোহাম্মদ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রে ব্লক ধরা পড়ায় বাইপাস সার্জারির প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার কিছু ফল হাতে এসেছে, যেখানে তার শারীরিক অবস্থা মোটামুটি ভালো রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

সবকিছু ঠিক থাকলে শনিবার জামায়াত আমিরের অপারেশন হওয়ার কথা রয়েছে বলেও জানান তার পিএস।

টিএই/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর