রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

খালেদা জিয়াকে লন্ডন পাঠাতে সরকারের কাছে বিএনপির চিঠি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ জুলাই ২০২৫, ০৭:৪০ এএম

শেয়ার করুন:

খালেদা জিয়াকে লন্ডন পাঠাতে সরকারের কাছে বিএনপির চিঠি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন পাঠাতে চায় বিএনপি। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়ে একটি ‘অতি জরুরি’ চিঠি পাঠানো হয়েছে।

রোববার (২৭ জুলাই) এ বি এম আবদুস সাত্তার চিঠিটিতে স্বাক্ষর করে তা পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের দফতরে পাঠান। তিনি খালেদা জিয়ার একান্ত সচিব।


বিজ্ঞাপন


চিঠিতে বলা হয়েছে, খালেদা জিয়ার চিকিৎসায় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এ প্রেক্ষিতে খালেদা জিয়াসহ চারজন সফরসঙ্গীর জন্য নোট ভারবাল ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে খালেদা জিয়া ছাড়াও যাদের নাম উল্লেখ রয়েছে— এ বি এম আবদুস সাত্তার, মো. মাসুদার রহমান, ফাতেমা বেগম ও রুপা সিকদার। 

এ বি এম আবদুস সাত্তার সাংবাদিকদের জানান, খালেদা জিয়ার যুক্তরাজ্যের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। তাই নতুন করে ১০ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসার জন্য আবেদন করা হয়েছে। এই প্রক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা চাওয়া হয়েছে। তবে এখনো খালেদা জিয়ার লন্ডন যাওয়া এখনও চূড়ান্ত নয় বলেও জানান তিনি।

এর আগে, চলতি বছরের মে মাসে যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দেশে ফেরেন খালেদা জিয়া। এবারও প্রয়োজনে সেখানে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বিএনপি। চিকিৎসা ও ভিসা প্রক্রিয়া শেষ হলে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে দলটির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


বিজ্ঞাপন


এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর