রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ককটেল আতঙ্ক, এনসিপির কার্যালয়ের সামনে নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ জুলাই ২০২৫, ০৯:৩৯ পিএম

শেয়ার করুন:

ককটেল আতঙ্ক, এনসিপির কার্যালয়ের সামনে নিরাপত্তা জোরদার

ককটেল আতঙ্কে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একইসঙ্গে গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে।

শনিবার (২৬ জুলাই) রাতে রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।


বিজ্ঞাপন


সরেজমিনে দেখা যায়, পুলিশের একটি টিম রূপায়ন টাওয়ারের সামনে দায়িত্ব পালন করছে। ভবনটির ১৫ তলায় এনসিপির কার্যালয়। দায়িত্বরত পুলিশ সদস্যরা মোটরসাইকেল বা যেকোনো যানবাহন ভবনটির আশপাশে দাঁড়াতে দিচ্ছেন না। গত ২২ জুলাই থেকে ভবনটির সামনে ২৪ ঘণ্টা পুলিশি পাহারা থাকছে বলে জানা গেছে।

দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, এনসিপির কার্যালয়ের সামনে আগে বেশ কয়েকবার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দুষ্কৃতকারীরা যেন ককটেল হামলা না করতে পারে সেজন্য তাদের ভবনের সামনে ডিউটি দেওয়া হয়েছে। শিফট অনুযায়ী ২৪ ঘণ্টা এখানে পুলিশ ডিউটি পালন করছে। এছাড়া পুলিশের শাহবাগ থানার টহল টিমকে ভবনের আশপাশে টহল দিতে দেখা গেছে।

এমআই/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর