রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গণঅধিকার পরিষদে আসন ঘোষণায় হট্টগোল, সম্মেলনস্থলেই বসে পড়লেন নেতা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪ জুলাই ২০২৫, ০৭:৪২ পিএম

শেয়ার করুন:

গণঅধিকার পরিষদে আসন ঘোষণায় হট্টগোল, সম্মেলনস্থলেই বসে পড়লেন নেতা

জাতীয় সংসদ নির্বাচনে আসন বণ্টন নিয়ে নিজেদের সংবাদ সম্মেলনেই হট্টগোল আর উত্তপ্ত বাগবিতণ্ডায় জড়ালেন গণঅধিকার পরিষদের নেতারা। মনোনয়ন না পাওয়ায় দলের এক কেন্দ্রীয় নেতা ক্ষোভে সংবাদ সম্মেলনস্থলেই মেঝেতে বসে পড়েন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে রাজধানীর গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে প্রাথমিকভাবে ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করে দলটি। এসময় গাজীপুর- ২ আসনে মনোনয়ন না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন দলটির কেন্দ্রীয় নেতা মাহফুজুর রহমান খান।


বিজ্ঞাপন


ঘোষণায় দেখা যায়, গাজীপুর- ২ আসনে প্রার্থী করা হয়েছে আবদুর রহমানকে। অথচ ওই আসন থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন মাহফুজুর রহমান খান। এতে তিনি ক্ষুব্ধ হয়ে সরাসরি আপত্তি জানান। ফলে সম্মেলনস্থলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। অন্য নেতারা তাকে শান্ত করার চেষ্টা করলেও তিনি উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়ান এবং একপর্যায়ে মেঝেতে বসে পড়েন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সদ্য নির্বাচিত সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ শীর্ষ নেতারা। এসময় রাশেদ খান বলেন, ‘গাজীপুর- ২ আসনে দুইজন মনোনয়নপ্রত্যাশী ছিলেন। আমরা যাচাই-বাছাই করে একজনকে মনোনয়ন দিয়েছি। তবে মাহফুজুর রহমান খানকে অন্য একটি আসনে বিবেচনা করছি।’

দলের অভ্যন্তরীণ সমন্বয় ও মনোনয়ন প্রক্রিয়া নিয়ে এই ঘটনা রাজনৈতিক মহলে আলোচনা তৈরি করেছে।

টিএই/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর