রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিমান বিধ্বস্তে নিহতদের সঠিক তালিকা দ্রুত প্রকাশের দাবি জামায়াত আমিরের

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ২২ জুলাই ২০২৫, ০৮:৫৪ পিএম

শেয়ার করুন:

বিমান বিধ্বস্তে নিহতদের সঠিক তালিকা দ্রুত প্রকাশের দাবি জামায়াতের আমির

বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মাইলস্টোন স্কুলে সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় আমরা মারা যাওয়ার তালিকা পেয়েছি। কিন্তু এখনও অনেক মানুষ হাহাকার করে কাঁদছে। তাদের সন্তান হাসপাতালের বেডেও নেই, কিংবা নিহতের তালিকাও নেই। সেই তালিকাটা আমরা চাই। এসময় তিনি নিহতদের সঠিক তালিকা দ্রুত প্রকাশ করার দাবি জানান।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে রংপুর সদর উপজেলার মমিনপুরে জাতীয় সমাবেশে নিহত হওয়া এক কর্মীর কবর জিয়ারতে এসে এসব কথা বলেন তিনি।


বিজ্ঞাপন


এসময় মাইলস্টোন স্কুলের সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় যারা নিহত হয়েছেন সেই সমস্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তিনি। একইসাথে আহতদের দ্রুত সুস্থতা দোয়া কামনা করেন আমিরে জামাত একটা শফিকুর রহমান।

আরও পড়ুন

‘দুর্নীতির জাল ছিঁড়ে টুকরো করব, দুর্নীতিবাজের অস্তিত্বও থাকবে না’

জামায়াত আমির বলেন, আগামীতে ভিক্ষুক, চোর আর চাঁদাবাজের মানসিকতা নিয়ে নয়, রাজপুত্রের মানসিকতা রাজনীতিতে আসতে হবে। যারা চোরের মানসিকতা নিয়ে রাজনীতিতে পদার্পণ করবেন তাদের জন্য ভিক্ষাবৃত্তি ভালো। আগামী নির্বাচনে যারা জামায়াতের এমপি মন্ত্রী হবে তারা সরকারি প্লট গ্রহণ করবে না এবং বিনা ট্যাক্সের পরিবহনও ব্যবহার করবে না বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

SW8S7OiX


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছর দেশে অনেককে শাসন করতে দেখেছি। কিন্তু জনগণের কাঙ্ক্ষিত প্রতিফলন ঘটেনি। এবার দুর্নীতিমুক্ত মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যেই কাজ করে যাচ্ছে জামায়াত। অপরাধের সমস্ত কালো পর্দা খানখান করে দেশের সর্বত্র শান্তির সুবাতাস ফিরিয়ে আনতে  সেবক হয়ে কাজ করে যাবে তার দল।

এসময় উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

এর আগে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে বহনকারী হেলিকপ্টার অবতরণ করেন রংপুরের মমিনপুর উচ্চবিদ্যালয় মাঠে। পরে জামায়াতের জাতীয় সমাবেশে ঢাকাতে মৃত্যুবরণকারী রংপুরের শাহ আলমের কবর জিয়ারত করেন তিনি। কবর জিয়ারত শেষে পরিবারের সাথে সাক্ষাৎ করেন।

উল্লেখ্য, গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে যোগ দিয়ে গরমে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন জামায়াতের রোকন সদস্য রংপুরের বাসিন্দা কৃষিবিদ শাহ আলম।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর