ফেনীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা স্থগিত করা হয়েছে। রাজধানীতে বিমান দুর্ঘটনায় শোকাহত ও হতাহতদের পাশে দাঁড়াতে এনসিপির পূর্ব নির্ধারিত এ সমাবেশ ও পদযাত্রা স্থগিত করা হয়।
এতে সোমবার (২১ জুলাই) বিকেলে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এনসিপির সমাবেশ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপালে পথসভা হয়নি।
বিজ্ঞাপন
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য জাহিদুল ইসলাম সৈকত বলেন, উত্তরার মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় একটি মানবিক বিপর্যয় তৈরি হয়েছে। এটি একটি ন্যাশনাল ক্রাইসিস। সর্বশেষ তথ্য অনুযায়ী অসংখ্য শিক্ষক ও শিক্ষার্থী আহত হয়ে ঢাকার বিভিন্ন হসপিটালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। ইতোমধ্যে ২৫ জনের প্রাণহানির তথ্য নিশ্চিত করা গেছে।
![]()
ঘটনাস্থলে জাতীয় নাগরিক পার্টির রেসকিউ ও মেডিকেল টিম একযোগে কাজ করে যাচ্ছে। আমাদের জাতীয় নেতারা এই মুহূর্তে মাইলস্টোনের নিহত ও আহতদের পাশে থাকার প্রয়োজনীয়তায় ঢাকার পথে রওনা দিয়েছেন।
আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, ইতোমধ্যে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী সারা বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলায় দুই দিন জুলাই পদযাত্রার কর্মসূচি স্থগিত করা হয়েছে। স্ব স্ব জায়গা থেকে দোয়া ও মোনাজাতের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞাপন
পরবর্তীতে আমাদের পদযাত্রা কর্মসূচির ফেনীর শিডিউল জানিয়ে দেওয়া হবে।
এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ফেনীতে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা ও সমাবেশের আয়োজন করা হয়। বিকেল ৫টায় ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ শুরুর আগেই দলীয় নেতাকর্মী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের ব্যাপক উপস্থিতিতি লক্ষ্য করা গেছে। অনেকেই জুলাই অভ্যুত্থানের মহানায়কদের এক নজর দেখার জন্য সেখানে গিয়েছিলেন। কিন্তু বিমান দুর্ঘটনার কারণে হঠাৎ সমাবেশটি স্থগিত করায় অনেকেই ভারাক্রান্ত হৃদয়ে ফিরে গেছেন।
প্রতিনিধি/এসএস

