শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জামায়াতের সমাবেশ ঘিরে সাজসাজ রব, তোরণ-বিলবোর্ডে ছেয়েছে নগরী

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ জুলাই ২০২৫, ০৫:৪৩ পিএম

শেয়ার করুন:

Jamat
জামায়াতের সমাবেশকে সামনে রেখে সোহরাওয়ার্দীতে করা হয়েছে বিশাল গেট। ছবি- ঢাকা মেইল

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ‘জাতীয় সমাবেশ’। শনিবারের এই সমাবেশ ঘিরে দলটির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতির পাশাপাশি রাজধানীজুড়ে শুরু হয়েছে প্রচারণার উৎসব। 

শহরের গুরুত্বপূর্ণ মোড়, সড়কদ্বীপ, উড়ালসড়ক ও বিভিন্ন এলাকায় টাঙানো হয়েছে তোরণ, ব্যানার ও বিলবোর্ড। দলটির নেতাকর্মীদের মধ্যে সমাবেশ সফল করতে দেখা যাচ্ছে চাঙ্গাভাব।


বিজ্ঞাপন


Jamat2

ঢাকার প্রবেশমুখসহ মতিঝিল শাপলা চত্বর, কাকরাইল, বায়তুল মোকাররম, শান্তিনগর, মগবাজার, মালিবাগ, রাজারবাগ, পল্টন, বাংলামোটর, ফার্মগেট, মিরপুর, মোহাম্মদপুর, উত্তরা, সায়েন্সল্যাবসহ বিভিন্ন এলাকায় জামায়াতের ব্যানার-ফেস্টুন চোখে পড়ছে।

রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে দেখা যায়, শাপলার রেলিং ঘেসে লাগানো হয়েছে সমাবেশের বিলবোর্ড। সমাবেশের দাবির সাত দফা উল্লেখ করা হয়েছে। এছাড়াও প্রেস কদমফোয়ারায় একইভাবে সজ্জিত করা হয়েছে। এছাড়াও বিভিন্ন মোড়ে মোড়ে সাটানো হয়েছে বিলবোর্ড।

Jamat3


বিজ্ঞাপন


এদিকে সমাবেশ উপলক্ষে শুক্রবার (১৮ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে মঞ্চ প্রস্তুত, মাঠ সমান করা, এলইডি মনিটর ও সাউন্ড সিস্টেম বসানো এবং শৌচাগার নির্মাণের শেষ পর্যায়ের কাজ। 

এরই মধ্যে সমাবেশ উপলক্ষে রাজনৈতিক দল ও সব ইসলামী সংগঠনকে আমন্ত্রণ জানানো হয়েছে। সারাদেশে দাওয়াতপত্র বিলি করেছে জামায়াত। রাজধানীসহ বিভিন্ন স্থানে হয়েছে প্রচার মিছিল। 

Jamat4

সংগঠনের নেতারা জানান, শনিবার (১৯ জুলাই) সকাল ১০টায় শুরু হবে সমাবেশ। শুরুতে কোরআন তেলাওয়াত, ইসলামী সংগীত পরিবেশন করা হবে। মূল আনুষ্ঠানিকতা শুরু হবে দুপুর ২টায়। 

জামায়াত নেতারা জানান, সমাবেশে বক্তব্য দেবেন দলের কেন্দ্রীয় নেতারা। প্রয়োজনীয় সংস্কার, জুলাই গণহত্যার দৃশ্যমান অগ্রগতি এবং পিরআর পদ্ধতিতে নির্বাচনসহ ৭ দফা দাবি জানানো হবে। এছাড়া আগামী নির্বাচন ঘিরে নেতাকর্মীদের দেওয়া হবে বিশেষ নির্দেশনা।

টিএই/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর