জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আজকে ১৫ জুলাই থেকে আমাদের এই আন্দোলন গণঅভ্যুত্থানের দিকে যাত্রা নিয়েছিল। সেই গণঅভ্যুত্থানকে বুকে ধারণ করে আমাদেরকে নতুন বাংলাদেশ গড়ার শপথ নিতে হবে। বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্যই জুলাই অভ্যুত্থান হয়েছিল।
![]()
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরের দিকে ভোলা প্রেসক্লাবের সামনে জুলাই পদযাত্রার অংশ হিসেবে এক পথসভায় নাহিদ বলেন, আমরা জানি, বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা হচ্ছে ভোলা। নদীপাড়ের এ মানুষদের সব সময় সংগ্রামের সাথে লড়াই করে টিকে থাকতে হয়। জুলাই অভ্যুত্থানে এ জেলার মানুষ বেশি শহীদ হয়েছেন। সুতরাং অনেক সাহসী ও দেশপ্রেমিক এ উপকূলের মানুষ। তাদেরকে উন্নয়নের জন্য শপথ নিতে হবে। কারণ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে সব সময় মৎস্যজীবীদের লড়াই করে টিকে থাকতে হয়। বহু যুগ ধরে ভোলাবাসীকে স্বাস্থ্য সুবিধা থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। এখানকার হাসপাতালগুলোকে অকার্যকর করে রাখা হয়েছে। অসহায় দরিদ্র মানুষকে চিকিৎসাসেবা নিতে দূর-দূরান্তে যেতে হয়। ভোলাবাসীকে শিক্ষাগ্রহণ করতে দূর-দূরান্তে যেতে হয়। এ জেলায় পর্যাপ্ত গ্যাস মজুদ থাকা সত্ত্বেও গড়ে উঠছে না ভারী কোনো শিল্প কলকারখানা।
![]()
ভোলা-বরিশাল সেতু নির্মাণের গুরুত্বারোপ করে নাহিদ ইসলাম বলেন, আমরা চাই সুবিধাবঞ্চিত এ ভোলা একটি স্বনির্ভর, সমৃদ্ধ ও মর্যাদাবান জেলা হিসাবে রূপান্তরিত হবে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সেই প্রতিশ্রুতি দিচ্ছে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যেভাবে রুখে দাঁড়িয়েছিলাম। নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি জানিয়েছিলাম। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ আপনাদের সামনে আবারও সেই প্রতিশ্রুতি দিচ্ছে।
![]()
বিজ্ঞাপন
সমাবেশে আরও উপস্থিত ছিলেন, এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ডা. সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহিন, মাহমুদা মিতু, মশিউর রহমান, আব্দুল্লাহ আল মামুন ফয়সাল, ভোলা জেলার প্রধান সমন্বয়কারী মেহেদী হাসান শরীফ, সমন্বয়কারী মো. মাকসুদুর রহমান প্রমুখ।
![]()
এর আগে শহরের বাংলাস্কুল মোড় হয়ে সদর রোড থেকে, মহাজনপট্টি, কালিনাথ রায়ের বাজার, ইলিশা বাসস্ট্যান্ড হয়ে 'জুলাই পদযাত্রা' শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভোলা প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। পরে জেলার শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির নেতারা। সেখানে শহীদ হাসানের বাবা মনির হোসেন বক্তব্য দেন।
ভোলা প্রেসক্লাবের সামনে জুলাই পদযাত্রার পথসভায় বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
প্রতিনিধি/এসএস

