রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দেশজুড়ে যুবদলের বিক্ষোভের ডাক

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৫, ০৫:২৪ পিএম

শেয়ার করুন:

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দেশজুড়ে যুবদলের বিক্ষোভের ডাক

সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ এনে  ঢাকায় কেন্দ্রীয়ভাবে এবং দেশব্যাপী জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালন করবে যুবদল।

রোববার (১৩ জুলাই) যুবদলের সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া এই তথ্য জানিয়েছেন।


বিজ্ঞাপন


ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ২টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ফকিরাপুল হয়ে দৈনিক বাংলা, প্রেসক্লাব, কদম ফোয়ারা, মৎস্য ভবন হয়ে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। রাজধানী ঢাকার কর্মসূচিতে কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর যুবদল অংশগ্রহণ করবে।

একইদিনে সারাদেশে জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যেই এই সিদ্ধান্ত কার্যকর করেছেন। সংশ্লিষ্ট ইউনিট নেতৃবৃন্দকে নেতাকর্মীসহ ঘোষিত কর্মসূচী সফল করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিইউ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর