রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আবারও এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ জুলাই ২০২৫, ১২:২৪ এএম

শেয়ার করুন:

koktel
ককটেল বিস্ফোরণে একজন আহত হয়েছেন। ছবি: সংগৃহীত

তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা নতুন দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (৯ জুলাই) রাত ১১টার দিকে রাজধানীর বাংলামোটরের রূপায়ন ট্রেড সেন্টারের সামনে কার্যালয়ের নিচে এই ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


ককটেল বিস্ফোরণে ইমন হাওলাদার নামে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কলাবাগান থানা শাখার যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত সাংবাদিকদের জানান, রাত ১০টা ৫৮ মিনিটে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ শাখার জুলাই পদযাত্রার চিত্র প্রদর্শনী চলছিল।

এদিকে ককটেল বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। তবে এনসিপির নেতাকর্মীরা অভিযোগ করেন, বারবার এই কার্যালয় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলেও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়নি। 

এর আগে ২ জুলাই দিবাগত রাতে বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পদযাত্রার প্রদর্শনী গাড়িতে বিস্ফোরণ হয়। একই স্থানে কয়েক দিন আগেও এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।


বিজ্ঞাপন


জেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর