রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নারায়ণগঞ্জে তুহিন হত্যা মামলায় দুই দিনের রিমান্ডে আইভী

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৭ জুলাই ২০২৫, ০৪:৫৪ পিএম

শেয়ার করুন:

নারায়নগঞ্জে তুহিন হত্যা মামলায় দুই দিনের রিমান্ডে আইভী

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জে রিকশাচালক তুহিন হত্যা মামলার সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৭ জুলাই) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঈনুদ্দিন কাদেরের আদালত এই আদেশ দেন।


বিজ্ঞাপন


এসময় কাশিমপুর কারাগার থেকে ভার্চ্যুয়ালি আদালতে যুক্ত করা হয় আইভীকে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী

নারায়ণগঞ্জের কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান জানান, সিদ্ধিরগঞ্জের তুহিন হত্যা মামলায় আইভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এসময় তিনি ভার্চুয়ালি কোর্টে হাজিরা দেন।

গত বছরের ২০ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন রিকশাচালক তুহিন (৩৬)। এই ঘটনায় নিহতের স্ত্রী আলেয়া আক্তার মীম গত বছর ১৩ সেপ্টেম্বর ৯৯ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় আইভী ১১ নম্বর আসামি।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর