আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (৬ জুলাই) এক শোকবার্তায় তিনি মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বিজ্ঞাপন
শোকবার্তায় শফিকুর রহমান লিখেছেন, অধ্যাপিকা মাহমুদা বেগম একজন জ্ঞানী, পরহেযগার ও গুণী শিক্ষিকা ছিলেন। তিনি শিক্ষা ও সমাজ গঠনে অবদান রেখেছেন। জাতির খেদমতে তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও লিখেছেন, ‘আমি মহান আল্লাহর দরবারে দোয়া করছি, তিনি যেন মাহমুদা বেগমকে জান্নাতের মর্যাদা দান করেন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনকে এ শোক সহ্য করার তাওফিক দান করেন।’
রোববার (৬ জুলাই) ভোর সোয়া পাঁচটায় রাজধানীর মগবাজারের ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতালে মারা যান মাহমুদুর রহমানের মা মাহমুদা বেগম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
মাহমুদা বেগম বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে একমাত্র ছেলে মাহমুদুর রহমানসহ আত্মীয়-স্বজন, অসংখ্য গুণগ্রাহী ও ছাত্রছাত্রী রেখে গেছেন।
বিজ্ঞাপন
মরহুমার জানাজা বাদ জোহর গুলশান আজাদ মসজিদে হবে। এরপর জুরাইন কবরস্থানে বাবার কবরে তাকে দাফন করা হবে।
অধ্যাপিকা মাহমুদা বেগম দৈনিক আমার দেশ পাবলিকেশন্সের ভাইস চেয়ারম্যান ছিলেন। কর্মজীবনে তিনি চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, তিতুমীর কলেজসহ বিভিন্ন কলেজের বাংলার শিক্ষক ছিলেন।
টিএই/এএইচ