বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন বলেছেন, জুলাই অভ্যুত্থানের শহীদ ছাত্রদের কারণেই প্রকাশ্যে রাজনীতি করা যাচ্ছে এটি আমাদের ভুললে চলবে না। কিছু কিছু রাজনৈতিক দল জুলাই অভ্যুত্থানের শহীদ ছাত্রদের পরিবারের পাশে না দাঁড়িয়ে নির্বাচন করতে মরিয়া হয়ে উঠেছে। এরা নব্য ফ্যাসিবাদ। এরা ছাত্রদের অবদানের কথা ভুলে গিয়ে চাঁদাবাজি, দখলবাজিসহ ফ্যাসিবাদী আচরণে ব্যস্ত হয়ে পড়েছে।
শনিবার (৫ জুলাই) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী রমনা থানার আয়োজনে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে হাফেজে কোরআন ও মাদ্রাসার ছাত্রদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
ড. হেলাল উদ্দিন বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার আলেম-ওলামাদের ওপরে সীমাহীন জুলুম নির্যাতন করেছিল। দেশের শীর্ষস্থানীয় আলেমদের ফাঁসি দিয়েছে। অসংখ্য আলেমকে গ্রেফতার করে কারাগারে বছরের পর বছর আটকে রেখেছে। তারা শিক্ষাব্যবস্থা থেকে ইসলামকে মুছে দেওয়ার ষড়যন্ত্র করেছে। ছাত্রজনতার অভ্যুত্থানের মাধ্যমে সেই ফ্যাসিবাদী স্বৈরাচারের পতন হয়েছে। এজন্য আজ আমরা স্বাধীন ও মুক্তভাবে কথা বলতে পারছি, রাজনীতি করতে পারছি।
আগামী দিনে ইসলামি শক্তির ঐক্যের মাধ্যমে নির্বাচনে একটি ব্যালট বাক্স রাখার প্রচেষ্টা চলছে উল্লেখ করে তিনি বলেন, এজন্য সব মত ও পথের আলেমদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। অন্যথায় নব্য ফ্যাসিবাদের উত্থান ঘটতে পারে। এ ব্যাপারে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
রমনা থানার আমির আতিকুর রহমানের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি আব্দুল্লাহ আল ফারুকের সঞ্চালনায় খাবার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর মজলিশে শূরার সদস্য ১৯নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জনাব আব্দুস সাত্তার সুমন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রমনা থানার নায়েবে আমির সুলতান উদ্দীন, থানার কর্মপরিষদের আকবর হোসাইন, আহমেদ আলি সরকার, নজরুল ইসলাম, মিজানুর রহমান ও বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারিবৃন্দ।
এআইএম/এমএইচটি