সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ঢাকা

নৈরাজ্য সৃষ্টিকারীরা ক্ষমতায় এলে মানুষের ঘুম হারাম হয়ে যাবে: বুলবুল

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫ জুলাই ২০২৫, ০৯:৪৭ পিএম

শেয়ার করুন:

Bulbul

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, যারা এখন থেকেই মব সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্য চালিয়ে যাচ্ছে, তারা যদি ক্ষমতায় আসে তাহলে মানুষের ঘরে-বাইরে নিরাপত্তা বলে কিছু থাকবে না। তাদের শাসন হবে আগের চেয়েও ভয়াবহ ফ্যাসিবাদী রূপ।

শনিবার (৫ জুলাই) দুপুরে ওয়ারী পশ্চিম থানার উদ্যোগে বনগ্রাম দারুল আবরার মাদ্রাসা ও এতিমখানায় আয়োজিত এক আলোচনা সভা ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 


বিজ্ঞাপন


‘জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি’ উপলক্ষে জামায়াতে ইসলামীর মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই আয়োজন হয়।

বুলবুল বলেন, আবারও ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে। রাষ্ট্রীয় সংস্কার ও পূর্ববর্তী ফ্যাসিবাদের দোসরদের বিচার নিশ্চিত না করে যদি নির্বাচন হয়, তাহলে হাসিনার থেকেও ভয়াবহ শাসন ফিরে আসবে। ক্ষমতায় বসার আগেই যারা আইন নিজের হাতে তুলে নিচ্ছে, তাদের শাসন কতটা ভয়ংকর হবে, তা সহজেই অনুমেয়।

তিনি বলেন, চাঁদাবাজির দায়ে দণ্ডপ্রাপ্ত দলীয় নেতাদের পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা প্রমাণ করে—এই গোষ্ঠী রাষ্ট্র ও আইনের তোয়াক্কা করে না। জনগণ এ ধরনের মব শাসন মেনে নেবে না।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনা হলো একটি বৈষম্যহীন, ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠন করা। আর সেটি বাস্তবায়ন সম্ভব সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্বের মাধ্যমেই। জামায়াতে ইসলামীতে রয়েছে এমন নেতৃত্ব, যারা অন্যায়ের সঙ্গে আপস করে না, শুধু আল্লাহকেই ভয় করে।


বিজ্ঞাপন


সভায় সভাপতিত্ব করেন মজলিসে শুরা সদস্য মাওলানা নেসার উদ্দিন এবং পরিচালনা করেন মো. রুহুল আমীন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং ঢাকা-৬ আসনে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. আব্দুল মান্নান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জুলাই গণ-অভ্যুত্থানে নিহত জুনায়েদের পিতা শেখ জামাল, শহীদ আনাসের নানা সাইদুর রহমান খান, ওয়ারী পশ্চিম থানা আমীর ফারুক হোসাইন, ওয়ারী পূর্ব থানা আমীর মোতাসিম বিল্লাহ, সূত্রাপুর পূর্ব থানা আমীর নোমান, সূত্রাপুর উত্তর থানা আমীর রবিউল ইসলাম, বংশাল উত্তর থানা আমীর বিলাল হোসাইন, ওয়ারী পশ্চিম থানা সেক্রেটারি মাহফুজুর রহমান প্রমুখ।

নূরুল ইসলাম বুলবুল বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে মাফিয়াচক্রের নয়, কল্যাণ ও মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। আর সেই নেতৃত্ব জামায়াতে ইসলামীর মধ্যেই রয়েছে।

তিনি দেশবাসীকে ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামীকে সমর্থন দিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।

টিএই/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর