সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দুর্নীতি বন্ধ হলে দেশ স্বনির্ভর হতে সময় লাগবে না: ড. রেজাউল করিম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ জুলাই ২০২৫, ১১:১৫ পিএম

শেয়ার করুন:

দুর্নীতি বন্ধ হলে দেশ স্বনির্ভর হতে সময় লাগবে না: ড. রেজাউল করিম

বাংলাদেশে বিগত ৫৪ বছরে যে হারে দুর্নীতি হয়েছে, তা যদি রোধ করা যেত, তাহলে দেশ আজ উন্নত রাষ্ট্রের কাতারে পৌঁছে যেত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৪ জুলাই) রাজধানীর তুরাগে স্থানীয় একটি মিলনায়তনে তুরাগ মধ্য থানা জামায়াত আয়োজিত ইউনিট প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সম্মেলনটি ১৯ জুলাই অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশকে সামনে রেখে প্রস্তুতিমূলক কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত হয়।

সভায় সভাপতিত্ব করেন থানা আমীর গাজী মনির হোসাইন। সম্মেলনটি যৌথভাবে পরিচালনা করেন থানা নায়েবে আমীর কামরুল হাসান ও সেক্রেটারি মুহিবুল্লাহ বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক ও সাইদুর রহমান মোল্লা।


বিজ্ঞাপন


সম্মেলনে আরও অংশ নেন ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সুরুজ্জামান, জুলফিকার আলী, মুজিবুর রহমান, মাওলানা ওয়ারেস আলী মুরাদ, আবু তাহের মিয়াজি, ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসাইন, সাখাওয়াত হোসাইন ও জিয়াউর রহমান প্রমুখ।

ড. রেজাউল করিম বলেন, দেশে যখন-তখন দুর্নীতির খবর প্রকাশিত হচ্ছে, যা স্বাভাবিক নয়। তার মতে, আল্লাহর আইন অনুসরণ, সৎ নেতৃত্ব এবং প্রকৃত সুশাসন নিশ্চিত করা গেলে দারিদ্র ও বেকারত্ব দূর করে বাংলাদেশকে খুব অল্প সময়ের মধ্যেই স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করা সম্ভব। তিনি দাবি করেন, মানুষের প্রকৃত অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করতে মানবসৃষ্ট মতবাদের পরিবর্তে আল্লাহর আইন অনুসরণের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, দেশের জনগণ এখন পরিবর্তন চায়। সৎ লোকদের নেতৃত্বে ইসলামি মূল্যবোধের ভিত্তিতে একটি সুবিচারভিত্তিক সমাজ গড়ার জন্য মানুষের মধ্যে আগ্রহ বাড়ছে। এই প্রেক্ষাপটে ইসলামি দলগুলো ঐক্যবদ্ধভাবে একটি জোট গঠনের পথে এগোচ্ছে বলে জানান তিনি।

ড. রেজাউল করিম আরও বলেন, ১৯ জুলাই জাতীয় সমাবেশ সফল করতে হবে—কারণ এটি শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং দারিদ্র ও দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ার ডাক। তিনি বলেন, প্রতিটি এলাকায় ইসলামের বার্তা পৌঁছাতে হবে এবং জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান ঘোষিত সাত দফা দাবিকে জাতীয় দাবি হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।

এসময় তিনি সকলকে আহ্বান জানান, এসব দাবি বাস্তবায়নের জন্য রাজপথে ঐক্যবদ্ধ থাকতে—যদি তা না হয়, তাহলে দেশে প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব হবে না বলে মত দেন তিনি।

সম্মেলনের শেষে জুলাই মাসের বিভিন্ন আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া এবং দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর