সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এবার এনসিপির প্রচার গাড়ি লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩ জুলাই ২০২৫, ১২:৪২ এএম

শেয়ার করুন:

NCP
প্রচার গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ। ছবি: সংগৃহীত

এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রচার গাড়ি লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বুধবার (২ জুলাই) রাতে রাজধানীর বাংলামোটরের রূপায়ন ট্রেড সেন্টারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সামনে এ বিস্ফোরণ ঘটে।


বিজ্ঞাপন


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতা আরিফুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমাদের ঢাকা মহানগর দক্ষিণের জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল হামলা চালিয়ে ক্ষয়ক্ষতি করা হয়েছে।

এর আগে গত ২৪ জুন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অস্থায়ী রাজনৈতিক কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। এসময় দলটির সদস্যসচিব আখতার হোসেন অফিসের নিচে দাঁড়িয়েছিলেন। এই ঘটনায় চারজন আহত হয়। সেসময় সংগঠনটির নেতৃবৃন্দের দাবি, সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করেই এই ককটেল ছোড়া হয়।

টিএই/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর