বুধবার, ৯ জুলাই, ২০২৫, ঢাকা

আজ রাতে বিএনপি’র স্থায়ী কমিটির বৈঠক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ জুন ২০২৫, ০৫:১৪ পিএম

শেয়ার করুন:

আজ রাতে বিএনপি’র স্থায়ী কমিটির বৈঠক

দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ সোমবার (৩০ জুন) রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠকের আয়োজন করা হয়েছে।

বিএনপি’র মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল করীর খান এই তথ্য নিশ্চিত করেছেন। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


বিজ্ঞাপন


বিএনপি’র নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বৈঠকের এজেন্ডায় সংস্কার ইস্যু ও জুলাই সনদ নিয়ে সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করা হবে।

এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু করার স্বার্থে কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের প্রশাসন ঢেলে সাজানোর বিষয় নিয়েও বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।

সম্প্রতি বাংলাদেশ থেকে স্থলপথে ৯ ধরনের পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞার বিষয়টিও বৈঠকের আলোচনায় স্থান পাবে।

এ নিয়ে গত তিন মাসে তিন দফা বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত। এসব বিষয়েও পর্যালোচনা করে দলের করণীয় ঠিক করবেন বিএনপি’র নীতি-নির্ধারণী পর্যায়ের নেতারা।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর