শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ঢাকা

এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ জুন ২০২৫, ১২:১৩ পিএম

শেয়ার করুন:

এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি ঘোষণা

‘জুলাই গণঅভ্যুত্থান’-এর বর্ষপূর্তি উপলক্ষে সারাদেশে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি ১ থেকে ৩০ জুলাই পর্যন্ত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ নামে একটি পদযাত্রা কর্মসূচি পালন করবে।

রোববার (২৯ জুন) সকালে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের আহ্বায়ক নাহিদ ইসলাম।


বিজ্ঞাপন


সংবাদ সম্মেলনে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান আমাদের জন্য শুধু একটি আন্দোলনের দিন নয়, এটি আমাদের আত্মত্যাগ, প্রত্যয় ও স্বপ্নের স্মারক। দেখতে দেখতে একটি বছর পার হয়ে গেছে। এই সময়ের মধ্যে অনেক অর্জনের পাশাপাশি কিছু অপূর্ণতা ও চ্যালেঞ্জও সামনে এসেছে।

নাহিদ ইসলাম আরও জানান, মাসব্যাপী এই পদযাত্রার সূচনা হবে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে। এরপর দলটি দেশজুড়ে বিভিন্ন জেলা ও অঞ্চলে কর্মসূচি চালিয়ে আবার ঢাকায় ফিরে আসবে।

কর্মসূচির নামকরণ সম্পর্কে তিনি বলেন, এই পদযাত্রার মূল উদ্দেশ্য হচ্ছে— গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যয়কে সামনে নিয়ে জনগণের সঙ্গে সংলাপে যাওয়া। এজন্যই আমরা একে বলছি ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’।

এছাড়া, ১৬ জুলাই ‘বৈষম্যবিরোধী শহীদ দিবস’ পালন করবে এনসিপি। এ দিনটিকে কেন্দ্র করে আলাদা কর্মসূচি ঘোষণাও করা হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।


বিজ্ঞাপন


নাহিদ ইসলাম আরও বলেন, আমরা বিশ্বাস করি— একটি ন্যায্য ও সমানাধিকারভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হলে ইতিহাসকে স্মরণ এবং জনগণকে সঙ্গে নিয়ে পথ চলার বিকল্প নেই। জুলাই আমাদের কাছে সেই আত্মপরিচয়ের মাস।

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর