বুধবার, ৯ জুলাই, ২০২৫, ঢাকা

তারেক রহমানের যে সতর্কবার্তা স্মরণ করিয়ে দিলেন রুমিন ফারহানা

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ২৯ জুন ২০২৫, ০১:২০ এএম

শেয়ার করুন:

Rumin

লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি সতর্কবার্তা স্মরণ করিয়ে দিলেন দলের আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা। 

তিনি বলেন, তারেক রহমান তার প্রতিটি বক্তব্যে এখনো বলেন, ‘ষড়যন্ত্র থেমে নেই, ষড়যন্ত্রকারীরাও থেমে নেই। তাদের প্রতিহত করতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এক্যবদ্ধভাবে একসঙ্গে লড়াই করতে হবে।’  


বিজ্ঞাপন


শনিবার (২৮ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়ন মুক্তমঞ্চে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমানের বরাতে এসব কথা বলেন রুমিন ফারহানা।  

পতিত আওয়ামী লীগ ১৭ বছরের শাসনামলে বিএনপি অনেক নির্যাতন সহ্য করেছে বলেও এসময় উল্লেখ করেন তিনি। 

নির্বাচনের বিষয়ে রুমিন ফারহানা বলেন, ‘আগামী নির্বাচন যেন নিরপেক্ষ, সুষ্ঠু এবং মানুষের অংশগ্রহণমূলক হয়, সেটি নিশ্চিত করার দায়িত্ব আমাদের।’

তিনি বলেন, ‘তারেক রহমান ও প্রধান উপদেষ্টার মধ্যে লন্ডনে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সেখান থেকে আমরা বার্তা পেয়েছি, আগামী রমজানের আগেই বাংলাদেশে একটি সুষ্ঠু অবাধ, নিরপেক্ষ এবং সকলের ভোট দেওয়ার মতো একটি নির্বাচন হবে।’


বিজ্ঞাপন


রাষ্ট্র সংস্কারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে চুন্টা ইউনিয়ন বিএনপি এই জনসমাবেশের আয়োজন করে।

চুন্টা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান নান্নুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন- জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি জহিরুল হক খোকন, সহসভাপতি এবিএম  মোমিনুল হক ও সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর