বিচার, সংস্কার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যোনে মহাসমাবেশ করেছে দেশের অন্যতম রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এতে প্রায় সব রাজনৈতিক দলের নেতারা উপস্থিত থাকলেও ছিলেন না বিএনপির কেউ।
শনিবার (২৮ জুন) সারাদিন দিন ব্যাপী মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের লাখেরও অধিক নেতাকর্মী।
বিজ্ঞাপন
এসময় সমাবেশে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আকতার হোসেন, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মূসা বিন ইজহার, খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আবদুল কাদের মহাসচিব, ইসলামী ঐক্যজোট মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসেন রাজি, বাংলাদেশ খেলাফত মহাসচিব জালাল উদ্দীন, খেলাফত আন্দোলনের মহাসচিব ইউসুফ সাদিক হক্কানি।
এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক, বোধিজ্ঞান ভাবনাকেন্দ্রের সভাপতি দয়াল কুমার বড়ুয়া, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিওসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতারা।
এই মহাসমাবেশে বিএনপি ছাড়া দেশের প্রায় সব রাজনৈতিক দল মিলে-মিশে একাকার হয়। সেইসঙ্গে দলগুলোর নেতারা ইসলামী আন্দোলন বাংলাদেশের দাবির সঙ্গে একমত পোষণ করেন এবং ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলার অভিমত ব্যক্ত করেন।

বিজ্ঞাপন
এসময় নুরুল হক নূর বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের সব মত ও পথের রাজনৈতিক দলকে একত্রিত করেছে। এই সমাবেশ সময়োপযোগী এবং কার্যকর।
সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘আমরা বারবার রক্ত দিয়েছি, কিন্তু সফলতা পাই নাই। কারণ, আমরা প্রতিবারই নেতা ও নীতি বাছাই করতে ভুল করেছি। আমরা ৫৪ বছরে অনেক দলকে দেশ শাসন করতে দেখেছি। কিন্তু ইসলামকে এখনো ক্ষমতায় নিতে পারি নাই। এবার ইসলামপন্থীদের ঐক্যের ব্যাপারে গণপ্রত্যাশা তৈরি হয়েছে।’
গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশের ইতিহাসে, রাজনীতির ইতিহাসে আজকের দিন এক ঐতিহাসিক দিন। কেন ঐতিহাসিক দিন? মুসলিম উম্মার নেতৃত্বদানকারী, দেশপ্রেমিক, সব ইসলামিক দল, ব্যক্তিত্ব, স্কলারদের মধ্যে ভিন্নমত থাকা সত্ত্বেও আজ ঐতিহাসিক ঐক্যের পরিবেশ ও সম্ভাবনা দেখা দিয়েছে।
এসময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম সমাবেশে সারজিস আলম বলেন, ‘চব্বিশের অভ্যুত্থানের স্পিরিটের প্রশ্নে, খুনিদের বিচারের প্রশ্নে ও রাষ্ট্র সংস্কারের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। আমরা যতদিন ঐক্যবদ্ধ থাকব ততদিন এই বাংলাদেশে আর কোনো হাসিনা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না।’
এসএইচ/এএইচ

