জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামীর রাজনীতি যেন ফ্যাসিবাদের জন্ম না দেয় বরং জনপ্রত্যাশা যেন পূরণ হয়।
শুক্রবার (২৭ জুন) সকালে মৌলভীবাজার জেলা জামায়াতের সাবেক আমির সদ্য প্রয়াত দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবে পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর এ মন্তব্য করেন তিনি।
বিজ্ঞাপন
জামায়াতের আমির আরও বলেন, রাজনৈতিক দলগুলো মুখে যেভাবে বলেন, সেভাবে দলের স্বার্থে উঠে দেশ ও জাতির স্বার্থ, যেন দেখতে পারেন।
এর আগে, প্রয়াত দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের জেলা শহরের বাসায় গিয়ে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. ফখরুল ইসলাম, জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী, সাবেক জেলা আমির ও কেন্দ্রীয় শুরা সদস্য আব্দুল মান্নান, জেলা সেক্রেটারি ইয়ামীর আলীসহ অন্যান্য নেতা।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

