আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও সার্বিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সমমনা দলগুলোর সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠকে আসন ভাগাভাগি নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, এ বিষয়ে আলোচনা হবে নির্বাচনের তফসিল ঘোষণার পর।
বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে রাজধানীর গুলশানে গণঅধিকার পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।
বিজ্ঞাপন
আমির খসরু বলেন, “ঐকমত্যের ভিত্তিতে সংস্কার করতে হবে। সব বিষয়ে একমত হওয়া সম্ভব না। যেসব বিষয়ে ঐকমত্য হবে, সেগুলো মেনে সংস্কার হতে হবে। আর বাকি বিষয়ে আলোচনা হবে সংসদে।”
সূত্র মতে, বৈঠকে রাজনৈতিক পরিস্থিতি, আন্দোলনের কৌশল এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা হয়। তবে আসন বণ্টন কিংবা নির্বাচনকেন্দ্রিক চূড়ান্ত কৌশল তফসিল ঘোষণার আগ পর্যন্ত আলোচনায় আসবে না বলে দুই পক্ষই একমত প্রকাশ করেছে।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুও উপস্থিত ছিলেন। অন্যদিকে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।
বিইউ/ইএ
