সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সিইসির সঙ্গে জামায়াতের বৈঠক বুধবার, আলোচনার বিষয়বস্তুতে যা রয়েছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ জুন ২০২৫, ০৭:৩৮ পিএম

শেয়ার করুন:

CEC
ফাইল ছবি।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৫ জুন) নির্বাচন কমিশন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
 
মঙ্গলবার (২৫ জুন) সিইসির একান্ত সচিব মো. আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বুধবার বেলা ১১টায় জামায়াতের একটি প্রতিনিধি দলকে বৈঠকের জন্য সময় দিয়েছেন সিইসি।’

কী নিয়ে আলোচনা হতে পারে আসন্ন এই বৈঠকে?


বিজ্ঞাপন


এ বিষয়ে ইসির এক কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন সনদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে।

এদিকে মঙ্গলবার (২৪ জুন) বিকেলে দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্য দিয়ে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ প্রতীকে অংশ নিতে আর কোনো বাধা নেই দলটির। 

২০০৮ সালে জামায়াতকে ১৪ নম্বর দল হিসেবে নিবন্ধন দিলেও ২০১৩ সালে আদালতের দেওয়া রায়ের প্রেক্ষিতে সেই নিবন্ধন বাতিল করে ইসি। 

এর আগে ২০১৬ সালে সুপ্রিম কোর্টের এক প্রশাসনিক আদেশের প্রেক্ষিতে দলটির দাঁড়িপাল্লা প্রতীক বাতিল করে নির্বাচন কমিশন।


বিজ্ঞাপন


এমএইচএইচ/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর