বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) বেলা সাড়ে ১১টায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
জামায়াতের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকটি ‘আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে’ অনুষ্ঠিত হয় এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে ‘বস্তুনিষ্ঠ আলোচনা’ হয়।
তবে আলোচনার নির্দিষ্ট বিষয়বস্তু নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বৈঠকে জামায়াতের আমিরের সঙ্গে আরও উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মাদ তাহের, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।
বিজ্ঞাপন
সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনে জামায়াতের সঙ্গে বিভিন্ন রাষ্ট্রদূতের বৈঠক বৃদ্ধি পেয়েছে। বিশ্লেষকদের মতে, চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন কূটনৈতিক তৎপরতা গুরুত্ব পাচ্ছে।
টিএই/এএইচ

