বুধবার, ৯ জুলাই, ২০২৫, ঢাকা

এনসিপির আখতারকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, আহত ৪

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪ জুন ২০২৫, ১২:১৩ এএম

শেয়ার করুন:

এনসিপির আখতারকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, মধ্যরাতে বিক্ষোভ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অস্থায়ী রাজনৈতিক কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। এসময় দলটির সদস্যসচিব আখতার হোসেন অফিসের নিচে দাঁড়িয়েছিলেন। এই ঘটনায় চারজন আহত হয়েছেন। সংগঠনটির নেতৃবৃন্দের দাবি, সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করেই এই ককটেল ছোড়া হয়েছে।

সোমবার (২৩ জুন) রাত ১০টা ৪০ মিনিটে বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে এই ককটেল হামলার ঘটনা ঘটে। রূপায়ণ ট্রেড সেন্টারের ১৬ তলায় এনসিপির অস্থায়ী কার্যালয়। এই ঘটনার প্রতিবাদে রাত ১২টার দিকে রাজধানীতে বিক্ষোভ করেন দলটির নেতা-কর্মীরা।


বিজ্ঞাপন


দলটির একাধিক নেতা ঢাকা মেইলকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এনসিপি অফিসের বিল্ডিংয়ের সামনে অজ্ঞাতনামা কিছু সন্ত্রাসী ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। অফিসের নিচে তখন সদস্যসচিব আখতার হোসেন দাঁড়িয়েছিলেন। তাকে টার্গেট করেই ককটেল ছোড়া হয়েছে।

CockT

তারা আরও জানিয়েছে, এসময় চারজন আহত হয়েছেন। আহতরা হলেন— ঢাকা মহানগরের নেতা আসিফ উদ্দিন সম্রাট, যুবশক্তির সংগঠক আবদুর রব ও  শ্রমিক উইংয়ের শফিকুল ইসলাম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাজারিবাগ থানার সিনিয়র যুগ্ম সদস্যসচিব সুমন হোসেন।

এদিকে এই ঘটনার প্রতিবাদে রাত ১২টার দিকে আখতার হোসেনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় বিক্ষোভ থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দুষ্কৃতিকারীদের  চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানানো হয়।


বিজ্ঞাপন


টিএই/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর