সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নির্বাচন নিয়ে ধোঁয়াশা কেটে গেছে: সপু

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩ জুন ২০২৫, ০৭:৩৩ পিএম

শেয়ার করুন:

নির্বাচন নিয়ে ধোঁয়াশা কেটে গেছে: সপু

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা ছিল সেটি কেটে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

সোমবার (২৩ জুন) দুপুরে স্যার জগদীশচন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকের এ কথা জানান তিনি।


বিজ্ঞাপন


তিনি বলেন, তারেক রহমান ও ড. ইউনুসের সাম্প্রতিক বৈঠকের পর আগামী নির্বাচন নিয়ে দেশের মানুষ আশার আলো দেখছে। তবে দেশে ফ্যাসিস্ট শাসনের অবসান হলেও তাদের দোসররা এখনও সক্রিয়। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে তাই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।

মীর সরাফত আলী সপু ভাগ্যকুল হরেন্দ্র লাল স্কুল অ্যান্ড কলেজ ও কামারগাঁও আইডিয়াল স্কুলে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষরোপণ করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, অ্যাডভোকেট জসিম মোল্লা, নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ, ন্যাশনাল মেডিকেল কলেজের অ্যানেসথেসিয়া বিভাগের প্রধান ড. মোশারফ হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বিইউ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর