রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নির্বাচন নিয়ে বিএনপির প্রস্তুতি জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২ জুন ২০২৫, ০৩:৩৮ পিএম

শেয়ার করুন:

BNP
বিএনপি নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স। ছবি: সংগৃহীত

বিএনপি নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্সের বৈঠকে বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। বিএনপির প্রস্তুতিসহ বিভিন্ন বিষয়ে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। আমরা এ বিষয়ে বলেছি।

রোববার (২২ জুন) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স (সিডিএ) ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন আমীর খসরু। এসময় উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।


বিজ্ঞাপন


এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব তিন সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন চার্জ ডি অ্যাফেয়ার্স।

নির্বাচন প্রসঙ্গে আলোচনার কথা জানিয়ে আমীর খসরু বলেন, লন্ডনে তারেক রহমান সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের প্রশংসা করা হয়েছে। সেই বৈঠকের গুরুত্ব তারা (যুক্তরাষ্ট্র) অনুধাবন করতে পারছে এবং এর ফলে যে একটা দেশের মধ্যে বড় ধরনের স্বস্তি এসেছে এবং নির্বাচনমুখী হয়েছে, তা নিয়েও আলোচনা হয়েছে।

ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে কি কোনো আলোচনা হয়েছে- এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ফেব্রুয়ারি নির্বাচনের বিষয় তো একটা মোটামুটি জায়গায় এসেছে… এটা তো স্বস্তির ব্যাপার… সবাই জানে যে, গণতান্ত্রিক ট্রান্সফরমেশনের দিকে আমরা যাচ্ছি। সেটার একটা মোটামুটি দিনক্ষণ সিদ্ধান্তের সবাইর মধ্যে স্বস্তি এসেছে, শুধু দেশের মানুষ নয়, বাংলাদেশের যারা পার্টনার আছে তারাও একটা জায়গায় উপনীত হয়েছে যে, বাংলাদেশে ডেমোক্রেটিক প্রসেস বা অর্ডারের দিকে যাচ্ছে। কারণ তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা কী হবে তা গ্রহণ করতে, সেই সিদ্ধান্ত নিতে সহজ হয়ে যায়।

আরও পড়ুন

রাতে চীন যাচ্ছেন বিএনপি নেতারা, প্রতিনিধি দলে আছেন যারা

প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো

বৈঠকের বিষয়ে খসরু বলেন, আমেরিকার বাংলাদেশের ওপর বড় একটা ট্যারিফ বসিয়েছে। সেটা বাংলাদেশ কীভাবে মোকাবিলা করবে? এটা নিয়ে বিএনপির মতামত জানতে চেয়েছে। আমরা বলেছি, সরকারের সঙ্গে আলোচনা করে এটার একটা সমাধান করা দরকার। এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলাপ হয়েছে।

আমীর খসরু বলেন, বাংলাদেশের ওপর উচ্চ মূল্যের ট্যারিফ বসিয়ে দিলে আমাদের গার্মেন্টস বেশ ক্ষতির সম্মুখীন হবে। এটা নিয়ে আলোচনা হয়েছে। আমরা বিএনপির পক্ষ থেকে এটা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করব, যাতে ট্যারিফ বিষয়ে এক সুষ্ঠু সমাধান হয়।

এছাড়া দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি এবং বাংলাদেশে কীভাবে আরও বিনিয়োগ বাড়ানো যায় সে বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান আমীর খসরু।

বিইউ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর