বুধবার, ৯ জুলাই, ২০২৫, ঢাকা

হাতি প্রতীক চায় নতুন দল জনতা পার্টি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ জুন ২০২৫, ০২:৪৫ পিএম

শেয়ার করুন:

EC
সম্প্রতি আত্মপ্রকাশ করে দলটি। ছবি: সংগৃহীত

হাতি প্রতীকে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে জনতা পার্টি বাংলাদেশ (জেপিবি)।

রোববার (২২ জুন) নির্বাচন ভবনে আবেদন জমা দেয় দলটির কেন্দ্রীয় কমিটি।


বিজ্ঞাপন


জেপিবির মহাসচিব শওকত মাহমুদ বলেন, রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছি। নিবন্ধন বিধিমালার যে শর্ত আছে সেগুলো পালন করা খুব কষ্টকর। নির্বাচন সংস্কার কমিশনের এ বিধিমালার কিছু কিছু বিধিমালা সংস্কারের প্রস্তাব রেখেছে। এ প্রস্তাবগুলো কিন্তু এখনো বাস্তবায়ন হয়নি। তারপরও পুরনো বিধিমালা অনুযায়ী আমরা আবেদন জমা দিয়েছি এবং আমরা আশা করি আমরা রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পাবো।

শওকত মাহমুদ বলেন, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাবগুলো বিবেচনায় নিয়ে যদি বিধিমালা সংস্কার করা হয় সেই সংস্কারেও আমরা নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে চাই। আমরা হাতি প্রতীক চেয়েছি।

জানা যায়, শেষ দিনে সকাল থেকে দুপুর একটা পর্যন্ত ১৫টি দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। বিকেল এনসিপিসহ আরও কয়েটি দল নিবন্ধন আবেদন জমা দেবে।

গত ১০ মার্চ নতুন নিবন্ধন আবেদন জমা নেওয়ার জন্য গণবিজ্ঞপ্তি দেয় ইসি। সে সময় ২০ এপ্রিল পর্যন্ত সময় দেওয়া থাকলেও এনসিপিসহ কয়েকটি দলের আবেদনে পরিপ্রেক্ষিতে দুই মাস বাড়িয়ে ২২ জুন পর্যন্ত সময় বাড়ায় সংস্থাটি।


বিজ্ঞাপন


এমএইচএইচ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর