বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি এবং দোয়ার আয়োজন করা হয়েছে। জুবাইদা রহমানও ঢামেকের (ব্যাচ কে-৪৩) সাবেক শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১৯জুন) ঢাকা মেডিকেল কলেজ, ছাত্রী হোস্টেল, মিলন অডিটোরিয়াম ও হাসপাতাল প্রাঙ্গণে বিভিন্ন ফলজ ও ঔষুধি বৃক্ষরোপণ করা হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।
বৃক্ষরোপণ শেষে তিনি বলেন, ডা. জুবাইদা রহমান এই মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী। তুখোড় মেধাবী এই চিকিৎসক বিসিএসে (স্বাস্থ্য) প্রথম স্থান অর্জন করে সরকারি চাকরিতে যোগদান করেছিলেন। কিন্তু ফ্যাসিবাদী সরকার তাকে সে চাকরিতে থাকতে দেয়নি। তবুও তার একাডেমিক উৎকর্ষ থেমে থাকেনি। তিনি ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে হৃদরোগ বিষয়ে উচ্চতর ডিগ্রি এমএসসি অর্জন করেন। সর্বোচ্চ নম্বর ও স্বর্ণপদক পেয়েছেন। ৫ আগস্টের পর ফ্যাসিবাদী সরকারের পতনের মাধ্যমে তার চাকরি পুনর্বহালের একটি প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা আশাবাদী, তিনি ভবিষ্যতে আবার বাংলাদেশের মানুষের জন্য তার মেধা ও দক্ষতা দিয়ে চিকিৎসাসেবায় অবদান রাখবেন।

তিনি আরও বলেন, বিএনপি সবসময় পরিবেশবান্ধব কর্মকাণ্ডে বিশ্বাসী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো পথ অনুসরণ করে। জিয়াউর রহমান কেবল গাছ উপহার দিয়ে কিভাবে সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের নতুন মাইলফলক স্থাপন করেছিলেন। আজও সেই নিম গাছ সৌদি আরবে ‘জিয়া ট্রি’ নামে পরিচিত। তারই ধারাবাহিকতায় জিয়া পরিবারের একজন সদস্যের জন্মদিনে তার প্রিয় এই ক্যাম্পাসে নিমসহ বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়েছে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. ফারুক আহাম্মদ, অর্থোপেডিক্স বিভাগের প্রধান ডা. সৈয়দ জাকির হোসেন, নাক কান গলা বিভাগের প্রধান অধ্যাপক ডা. আসাদুর রহমান, সহযোগী অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র, প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ ডা. ফোয়ারা তাসনীম পামী, বিএমডিসির কোষাধ্যক্ষ সহযোগী অধ্যাপক ডা. মো. নুরুজ্জামান খান খসরু, সহযোগী অধ্যাপক জাকারিয়া আজিজ, কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. মেজবাহ উদ্দিন নোমান, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মো. মাহমুদুর রহমান নোমান, গাইনি অনকোলজিস্ট ডা. মির্জা আসাদুজ্জামান রতন, ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দসহ সকল স্তরের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বিইউ/এএইচ

