দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ধরে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।
বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে মাওনা চৌরাস্তার আর এস ক্যাফে রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
বিজ্ঞাপন
সেখানে জুলাই-আগস্ট আন্দোলনে শ্রীপুরের নিহত ও আহত ১২ পরিবারের হাতে তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা তুলে দেন ডা. জাহিদ।
লন্ডন সফররত বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, ‘আজকে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে, নির্বাচন নিয়ে যে সংশয় তৈরি হয়েছে, যে কালো মেঘ দেখা দিয়েছে, এ বৈঠকের মাধ্যমে তা কেটে যাবে। এর মাধ্যমে ঘাতকের বিচার, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন, পাচারকৃত অর্থ ফেরত এনে দেশ পুনর্গঠনে ব্যয় করার পথ খুলবে।’
এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে নিশ্চিত করেন ডা. জাহিদ।
জুলাই-আগষ্ট আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের পাশে বিএনপি ও জিয়া পরিবার সবসময় আছে ও থাকবে বলে নিশ্চয়তা দেন তিনি। বলেন, ‘বিএনপি জনগণের দল, বিএনপির কাছে আগে দেশ ও দেশের মানুষ। শত ষড়যন্ত্র ও বিপদেও বিএনপি দেশ ছেড়ে কোথাও যায়নি। বিএনপি মানুষের পাশে থেকে দেশের কল্যাণে কাজ করবে।’
বিজ্ঞাপন
নেতাকর্মীদের উদ্দেশে ডা. জাহিদ হোসেন বলেন, সামনে আমাদের কঠিন দিন আসতেছে। তাই দলের মাঝে কোনো বিশৃঙ্খলা করা যাবে না এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এটা আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ।’
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলের নির্বাহী কমিটির সদস্য ডা. মাজাহারুল আলম।
শ্রীপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন শ্রীপুর ইউসিসিএর চেয়ারম্যান এসএম মাহফুল হাসান হান্নান, কেন্দ্রীয় কৃষকদলের নেতা মাসুদ রানা, সদর বিএনপি নেতা তাহের মুসুল্লী, তেলিহাটি ইউনিয়ন বিএনপি নেতা আবু জাফর সরকার প্রমুখ।
এএইচ

