মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ঢাকা

সংস্কার ছাড়া নির্বাচন মানেই আওয়ামী স্টাইল: রফিকুল ইসলাম

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশিত: ১০ জুন ২০২৫, ১০:৪৫ পিএম

শেয়ার করুন:

সংস্কার ছাড়া নির্বাচন মানেই আওয়ামী স্টাইল: রফিকুল ইসলাম

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই প্রয়োজনীয় সংস্কার করে আয়োজন করতে হবে। অন্যথায়, সংস্কারহীন নির্বাচনের মাধ্যমে অনেকেরই পরিকল্পনা হবে আওয়ামী লীগ স্টাইলে নির্বাচন করা—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান।

তিনি বলেন, “আওয়ামী স্টাইলে নির্বাচন হলে ২০১৮ সালের জুলাই মাসের আন্দোলনে মানুষ জীবন দিত না। শুধু ক্ষমতার পরিবর্তনের জন্য মানুষ জীবন দেয়নি। বাংলাদেশের মানুষ জীবন দিয়েছে একটি সুস্থ রাজনৈতিক ব্যবস্থা উপহার দেওয়ার জন্য। আর সেই সুস্থ রাজনীতির জন্য প্রয়োজনীয় সংস্কারের কোনো বিকল্প নেই।”


বিজ্ঞাপন


মঙ্গলবার (১০ জুন) দুপুরে টাঙ্গাইল শিল্পকলা একাডেমি মিলনায়তনে জামায়াতে ইসলামীর এক প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রফিকুল ইসলাম খান আরও বলেন, “আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ ইসলামের পক্ষে রায় দেবে। আমরা বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেব না। যদি দেশের মানুষ আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তবে আমরা রাজা হব না, জনগণকে প্রজা বানাব না। বরং আমরা হব দেশের মানুষের সেবক। তাদের খেদমত করাই হবে আমাদের মূল উদ্দেশ্য।”

তিনি অভিযোগ করেন, “জামায়াতের ইসলামী কর্মীদের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দেওয়া হয়েছে। মিথ্যা তদন্ত কর্মকর্তা, স্বাক্ষী ও বিচারপতি নিয়োগ করে আমাদের নেতাকর্মীদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। যারা এই প্রক্রিয়ায় যুক্ত ছিল, তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে। এরা খুনি, মানুষ হত্যাকারী। তারা নিজামী সাহেবের মতো একজনকে হত্যা করেছে—তাদের কোনো ক্ষমা নেই বাংলাদেশে।”

তিনি আরও বলেন, “এই দেশ কারও বাবার দেশ নয়, পারিবারিক সম্পত্তিও নয়। এই দেশ ১৮ কোটি মানুষের। দেশ কীভাবে পরিচালিত হবে, তা নির্ধারণ করবে দেশের জনগণ। জনগণ যাদের ভোট দেবে, তারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে। আর যদি জনগণ আমাদের সে দায়িত্ব দেয়, আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় বসব না, ইসলামকে প্রতিষ্ঠা করব, ইনশাআল্লাহ। এটিই আমাদের অঙ্গীকার। আমরা চাই একটি দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্ব মুক্ত ইসলামী শাসনব্যবস্থা কায়েম করতে।”


বিজ্ঞাপন


সম্মেলনে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় শুরা সদস্য আহসান হাবিব মাসুদ। সঞ্চালনায় ছিলেন জেলা সেক্রেটারি মো. হুমায়ুন কবির। এতে আরও বক্তব্য রাখেন—জামালপুর জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা আব্দুস সাত্তার, নাটোর জেলা আমির ও কেন্দ্রীয় শুরা সদস্য ড. মীর নূরুল ইসলাম, শিবিরের সাবেক কেন্দ্রীয় বিদেশ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতের শুরা সদস্য ড. আহসান হাবীব ইমরোজ, শিবিরের সাবেক জেলা সভাপতি মুহাম্মদ ময়েজ উদ্দিন, প্রফেসর ডা. রুহুল আমিন, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক প্রমুখ।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর