সোমবার, ২৩ জুন, ২০২৫, ঢাকা

শিক্ষার মান উদ্বেগজনকভাবে খারাপ হয়ে গেছে: ফখরুল

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৯ জুন ২০২৫, ০৫:৪৬ পিএম

শেয়ার করুন:

fakhrul
ফখরুল ভার্চুয়ালি বক্তব্য দেন। ছবি: ঢাকা মেইল

সার্বিকভাবে শিক্ষার মান উদ্বেগজনকভাবে খারাপ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমি পূর্বের দিনের সমালোচনা করতে চাই না। কারণ তখনকার অবস্থা আর এখনকার অবস্থা এক না। কিন্তু এটা স্বীকার করতেই হবে যে, শিক্ষার মান অত্যন্ত দুর্ভাগ্যজনক ও উদ্বেগজনকভাবে খারাপ হয়ে গেছে। এটার জন্য কে কতটুকু দায়ী সেটা বলতে চাই না।

সোমবার (৯ জুন) দুপুরে ঠাকুরগাঁও রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসবে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


মির্জা ফখরুল বলেন, সারা দেশেই শিক্ষার মান কমে যাচ্ছে। কিন্তু রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান কমার কোনো কারণ ছিল না। কারণ ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পরেই এই বিদ্যালয়ের স্থান ছিল।

তিনি প্রত্যাশা করে বলেন, আমি রিভার ভিউ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে প্রশানসসহ সবাই চেষ্টা করবেন যে, এই বিদ্যালয়ের শিক্ষার মান কীভাবে উন্নয়ন করা যায়। এ বিষয়ে কোনো প্রকার কপ্রোমাইজ করা উচিত নয়। শিক্ষার ক্ষেত্রে কপ্রোমাইজ করা যেতে পারে না।

তিনি তাগিদ দিয়ে বলেন, একটা কথা আমাদের সব সময় মনে রাখতে হবে, আমরা যে এত আন্দোলন করি, বিপ্লব বিদ্রোহ ও গণঅভ্যুত্থান করি, প্রাণ দিই, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের শিক্ষার মান আগের চেয়ে অনেক কমে গেছে। এখন বিশ্বের তুলনায় পুনরায় অনেক নিচে অবস্থান করছি। জাতি পুনর্গঠন ও দেশ পুনর্গঠনে যারা আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই। তাদের সব সময় মনে রাখতে হবে জ্ঞানের কোনো বিকল্প নেই।

Fakhrul2


বিজ্ঞাপন


তিনি অনুরোধ জানিয়ে বলেন, শিক্ষার ক্ষেত্রে কোনো গাফিলতি, কোনো কম্প্রোমাইজ করবেন না। ছাত্রদের পড়া ঠিকমতো বুঝিয়ে দেবেন। তারা যেন বুঝতে পারে সেই জিনিসটা নিশ্চিত করবেন। জাতি পুনর্গঠন করতে গেলে আমাদের ছাত্রদের তৈরি করতে হবে। তারা যেন সকল ক্ষেত্রেই তাদের যোগ্যতার প্রমাণ দিতে পারে এবং বর্তমান যে প্রতিযোগিতামূলক বিশ্ব, এই বিশ্বে টিকে থাকতে হলে জ্ঞানের কোনো বিকল্প নেই। এখন তো আরও কঠিন হয়ে গেছে। এখন টেকনোলজি এমন এক জায়গায় চলে গেছে, যেটার সঙ্গে খাপ না খাওয়াতে পারলে আমরা পিছিয়ে যাব। সামনের দিকে এগিয়ে যেতে পারব না।

গণতন্ত্রের প্রসঙ্গে তিনি বলেন, শুধু গণতন্ত্র হলেই তো হবে না, সে গণতন্ত্রকে বুঝতে হবে। গণতন্ত্রের যেমন অধিকার আছে তেমন দায়িত্ব আছে। সেই দায়িত্ব পালন করলে গণতন্ত্র সত্যিকার অর্থেই প্রাতিষ্ঠানিক রূপ পেতে পারবে। আমরা গণতান্ত্রিক অধিকার চাই, নির্বাচন চাই, আমরা অন্যান্য অধিকার ও ছাত্রদের অধিকার চাই।

তিনি ছাত্রদের উদ্দেশে বলেন, রাষ্ট্রকে সুন্দর করে গড়তে হলে ও একটা সুন্দর জাতি নির্মাণ করতে হলে আপনাকে অবশ্যই লেখাপড়া করতে হবে। লেখাপড়ার কোনো বিকল্প নেই। লেখাপড়া করতেই হবে, খেলাধুলা করতে হবে। সবখানেই নিজের যে যোগ্যতা তা প্রমাণ করতে হলে সেভাবে কাজ করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে।

Fakhrul3

ফখরুল বলেন, ঠাকুরগাঁও রিভার ভিউ বিদ্যালয় যেন তার পূর্বের জায়গায় ফিরে আসতে পারে এবং শিক্ষা ক্ষেত্রে তার যোগ্য জায়গা করে নিতে পারে আজকের দিনে সেটাই হওয়া উচিত এই সুবর্ণ জয়ন্তীর একমাত্র লক্ষ্য ও আশা প্রত্যাশা। যারা এই প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন তাদের এখন থেকেই শিক্ষার মান উন্নয়নের জন্য আরও বেশি কাজ করতে হবে।

এর আগে বিদ্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে সুবর্ণ জয়ন্তীর উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন। এ সময় জেলা বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। এছাড়াও সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা, ক্রেস্ট বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিনিধি/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর