বুধবার, ২৫ জুন, ২০২৫, ঢাকা

খালেদা জিয়ার সঙ্গে শীর্ষ নেতাদের ঈদ শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ জুন ২০২৫, ১০:০৩ পিএম

শেয়ার করুন:

khaleda
ফখরুলসহ বিএনপি নেতারা ফিরোজায়। ছবি: সংগৃহীত

চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় শীর্ষ নেতারা।

শনিবার (৭ জুন) রাত পৌনে ৯টার দিকে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় এই শুভেচ্ছা বিনিময় হয়।


বিজ্ঞাপন


খালেদা জিয়া দলীয় নেতাদের ঈদ মোবারক জানান এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতারাও খালেদা জিয়াকে ঈদ মোবারক জানান।

সাক্ষাৎ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, আমরা আমাদের নেত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি। আমাদের স্থায়ী কমিটির সদস্যদের জন্য এটা আনন্দের মুহূর্ত।

যাকে কেন্দ্র করে দীর্ঘকাল রাজনীতি করেছি, সফলতা অর্জন করেছি, সেই নেত্রীর সঙ্গে কথা বলেছি। বরাবরই তার কথায় অনুপ্রাণিত হই। তিনি গণতন্ত্রের প্রতি অবিচল আস্থা সব সময় প্রকাশ করেন। তার প্রতিটি কথায় গণতন্ত্রের প্রতি আস্থা প্রকাশ পায়।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, সালাহ উদ্দিন আহমদ, বেগম সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম), অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন, আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল হালিম, মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর, জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার এবং চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার প্রমুখ।


বিজ্ঞাপন


জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর