বুধবার, ১৮ জুন, ২০২৫, ঢাকা

সন্ত্রাসী যে দলেরই হোক, কোনোভাবেই যেন রেহাই না পায়: জামায়াত আমির

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬ জুন ২০২৫, ১০:০৯ পিএম

শেয়ার করুন:

সন্ত্রাসী যে দলেরই হোক, কোনোভাবেই যেন রেহাই না পায়: জামায়াত আমির

লক্ষ্মীপুরে একটি মসজিদের ইমাম ও জামায়াত নেতা মাওলানা কাউসার হোসেন মিলনের হত্যাকারীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর। তিনি বলেন, সন্ত্রাসী যে দলেরই হোক, কোনোভাবেই যেন সে রেহাই না পায়।

শুক্রবার (৬ জুন) রাতে তিনি তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এক পোস্টের মাধ্যমে এই দাবি জানানো হয়।


বিজ্ঞাপন


জামায়াত আমির বলেন, লক্ষ্মীপুরে ইমাম মাওলানা কাউসার হোসেন মিলনের হত্যাকারীদের পাকড়াও করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করুন।

ডা. শফিকুর রহমান লেখেন, আল্লাহ তাআলা মাওলানা কাউসার হোসেন মিলনকে ক্ষমা করুন, তার ওপর রহম করুন এবং জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম দান করুন।

মরহুমের পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও সহকর্মীদের আল্লাহ তাআলা উত্তম ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।

টিএই/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর