বুধবার, ২৫ জুন, ২০২৫, ঢাকা

লন্ডনে নেতাকর্মীদের সঙ্গে ঈদের নামাজ আদায় করলেন তারেক রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬ জুন ২০২৫, ০৮:১৫ পিএম

শেয়ার করুন:

লন্ডনে নেতাকর্মীদের সঙ্গে ঈদের নামাজ আদায় করলেন তারেক রহমান

যুক্তরাজ্যের কিংসটন এলাকার কিংসমেডাও স্টেডিয়ামে ঈদের জামাতে অংশ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

শুক্রবার (০৬ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এই নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে লন্ডনে অবস্থিত শতশত বাংলাদেশিরা ঈদের নামাজ আদায় করতে জড়ো হন এই মাঠে। 


বিজ্ঞাপন


তারেক রহমানের পাশে ছিলেন যুক্তরাজ‍্য বিএনপি সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইউরোপের সমন্বয় কামাল উদ্দিন প্রমুখ। 

এসময় বিএনপির বেশকিছু নেতাকর্মী সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন।

494828287_1409815723504009_5129554909116689862_n

একই জামায়াতে তারেক রহমমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান, আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


নামাজ শেষে দেশ জাতি ও মুসলিম উম্মার কল্যাণ কামনায় করা দোয়া-মোনাজাতে অংশ নেন তারেক রহমান। পরে নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা, কুশল নিনিময় ও কোলাকুলি করেন।

এদিকে সকাল থেকে লন্ডনের আবহাওয়া ছিল বৃষ্টিমুখর। তা উপেক্ষা করেও শতশত নেতাকর্মীরা লন্ডনের ঐতিহ্যবাহী এই খেলার মাঠে অংশ নেন তারেক রহমানের সঙ্গে ঈদের নামাজ আদায় করতে।

বিইউ/ইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর